রেলগেট বন্ধ, পারাপার হতে গিয়ে চরম পরিণতি দুই আইটিআই ছাত্রের

কৃষ্ণনগরের বারুইহুদা রেলগেট। বন্ধুর বাড়ি থেকে পড়াশোনা সেরে ফিরছিল বছর কুড়ির তন্ময় রায় ও ঋতম চক্রবর্তী।  রেলগেট বন্ধ। তাড়াহুড়ো করতে গিয়ে স্থানীয়দের বারণ শোনেনি দুই বন্ধু।

Updated By: Feb 14, 2018, 08:27 PM IST
রেলগেট বন্ধ, পারাপার হতে গিয়ে চরম পরিণতি দুই আইটিআই ছাত্রের

নিজস্ব প্রতিবেদন:  সামান্য অসতর্কতা। রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও, লাইন পার হতে গিয়ে মৃত্যু হয়েছে দুই আইটিআই  ছাত্রের। তবুও হুঁশ ফেরেনি কৃষ্ণনগরের।  বারুইহুদা রেলগেটের সামনে অসাবধানতার একই দৃশ্য। রেলগেট বন্ধ থাকলেও অবাধে চলছে ঝুঁকির পারাপার।

ট্রেন আসছে। রেলগেট বন্ধ। কিন্তু বড্ড তাড়া। অপেক্ষা করতে পারেনি দুই ছাত্র। সামান্য এই অসতর্কতার মাসুল দিতে হল প্রাণ দিয়ে।

আরও পড়ুন: ‘I Quite’, প্রেমদিবসে ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী তরুণী

কৃষ্ণনগরের বারুইহুদা রেলগেট। বন্ধুর বাড়ি থেকে পড়াশোনা সেরে ফিরছিল বছর কুড়ির তন্ময় রায় ও ঋতম চক্রবর্তী।  রেলগেট বন্ধ। তাড়াহুড়ো করতে গিয়ে স্থানীয়দের বারণ শোনেনি দুই বন্ধু। একটি ট্রেন বেরিয়ে যেতেই সাইকেল নিয়ে বন্ধ রেলগেট পার হতে যায়। উল্টোদিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মূহুর্তে সব শেষ।

আরও পড়ুন: স্বেচ্ছায় ধর্মান্তকরণ নাকি জোর করে? খবর করতে গিয়ে আক্রান্ত ২৪ ঘণ্টার সাংবাদিক, আটক অভিযুক্ত

ঝুঁকির পারাপার কিন্তু থামেনি। সিগনাল থাকা সত্ত্বেও রেলগেটের নীচ দিয়ে অবাধেই যাতায়াত করছেন স্থানীয়রা। মাত্র কয়েক ঘণ্টা আগে এই রেলগেটেই মৃত্যু হয়েছে দুই ছাত্রের। তারপরও এই অবস্থা। আর কবে হুঁশ ফিরবে?

.