পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগেই জোর মুখ্যমন্ত্রীর
সাধারণ মানুষের সমস্যার সমাধানে সরকারি আধিকারিকদের আরও উদ্যোগী হতে বলেন তিনি। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাই শুধু নয়, এনিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জোর দেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। তার আগে জনসংযোগেই জোর দিলেন মুখ্যমন্ত্রী। জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের বললেন, মানুষের কথা শুনতে হবে। আম জনতা যেন সামাজিক প্রকল্পের সুফল পান, সেদিকে নজর দিতে হবে।
দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। কয়েকদিনের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। এই পরিস্থিতিতে জনসংযোগেই জোর দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন আগুন, চাঞ্চল্য
জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিক- পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভায় সকলকেই সাফ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কথা শুনতে হবে।’
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে আচমকাই ফাটল বোমা!
সাধারণ মানুষের সমস্যার সমাধানে সরকারি আধিকারিকদের আরও উদ্যোগী হতে বলেন তিনি। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাই শুধু নয়, এনিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জোর দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: খাটে স্ত্রীর দেহ, মাথার পাশে স্বামীর গলার নলি কাটা শরীর
বাংলার শস্যগোলা পূর্ব বর্ধমান। জেলার কৃষকদের সুযোগ-সুবিধার বিষয়েও সমান নজর মুখ্যমন্ত্রী। আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিলেন, কৃষিঋণ দেওয়া নিয়ে লক্ষ্যপূরণ করতেই হবে।
সামনে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু ভোটের জন্য উন্নয়নের কাজ যাতে ব্যাহত না হয়, সেবিষয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।