Bardhaman Death: এ কোন বাংলা! কেরালা থেকে ফিরেই চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীর গলা কাটল 'প্রেমিক'
Bardhaman Death: ছাত্রীর পরিবার সূত্রে খবর, ছাত্রীর বাড়ি কাটোয়ার হরিপুর গ্রামে। ওই গ্রামেরই বাসিন্দা বাবু শেখ। সে কেরলায় কাজ করে। মাস ছয়েক আগে সে বাড়িতে ফেরে। তার পর থেকেই জ্যোতির পিছু নেয়
সন্দীপ ঘোষ চৌধুরী: ভয়ংকর কাণ্ড। ভরা বাসে অষ্টম শ্রেণির ছাত্রীর গলায় ছুরি চালিয়ে নলি দুঁফাক করে দিল তারই গ্রামের যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হল ওই ছাত্রীর। মঙ্গলবার ওই ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোমরপুরে। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। ছুরি চালিয়েই বাস থেকে লাফিয়ে পালিয়ে যায় ওই যুবক।
আরও পড়ুন-সুপ্রিম নির্দেশ: কাজে ফিরুন জুনিয়র ডাক্তাররা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ...
মঙ্গলবার কেতুগ্রামের আন্নাগ্রামে মাসির বাড়ি থেকে কাঁদরা ব্লক অফিসের এসেছিল জ্যোতি খাতুন নামে ওই ছাত্রী। ব্লকের কাজ শেষ করে মাসির সঙ্গেই বাসে চড়া আন্না গ্রামে ফিরছিল। সেই বাসেই আগে থেকে উঠে বসেছিল বাবু শেখ। সে বসেছিল একেবারে ছাত্রীর পেছনের সিটে। আচমকাই বাবু ছুরি বের করে জ্যোতির গলায় পেছন থেকে ছুরি চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে গলার নলি দুফাঁক হয়ে যায়। বাসের সিট থেকে ড্রাইভারের কেবিনে লুটিয়ে পড়ে জ্যোতি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছাত্রীর পরিবার সূত্রে খবর, ছাত্রীর বাড়ি কাটোয়ার হরিপুর গ্রামে। ওই গ্রামেরই বাসিন্দা বাবু শেখ। সে কেরলায় কাজ করে। মাস ছয়েক আগে সে বাড়িতে ফেরে। তার পর থেকেই জ্যোতির পিছু নেয়। ক্রমাগত তাকে ফলো করতে থাকে। স্কুল, টিউশন যেখানেই জ্যোতি যেত সেখানেই চলে যেত বাবু। সম্প্রতি মাসির বাড়িতে এসেছিল জ্যোতি। সেখানেও সে পৌঁছে যায়। আজ যখন মাসির সঙ্গে জ্যোতি ব্লক অফিসে গিয়েছিল সেখানেও সে হাজির হয়। কিন্তু ফেরার পথে জ্যোতি কিংবা তার মাসি লক্ষ্য করেনি যে কখন বাবু তাদের পেছনের সিটে এসে বসেছে। কাঁদরা থেকে বাসটি যখন কোমরপুরের কাছে আসে তখনই বাবু জ্যোতির গলায় ছুরি চালিয়ে দেয়। এরপর সে বাস থেকে লাফিয়ে পালিয়ে যায়।
এদিকে খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল বাবু সেখ। তাকে কেতুগ্রাম থানার গোপালপুরের কাছে ধান খেতের ভিতর থেকে গ্রেপ্তার করল কেতুগ্রাম থানার পুলিশ। ছাত্রী খুনে অভিযুক্ত বাবুকে যারা সাহায্য করেছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)