হেলমেটবিহীন বাইক আরোহীর কাছে ৫,০০০ টাকা দাবি সিভিক ভলান্টিয়ারের

Updated By: Oct 31, 2017, 05:14 PM IST
হেলমেটবিহীন বাইক আরোহীর কাছে ৫,০০০ টাকা দাবি সিভিক ভলান্টিয়ারের
ছবি- শ্রীকান্ত ঠাকুর

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে দাদাগিরির অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। হেলমেট না-থাকায় বাইক আরোহীর থেকে ৫ হাজার টাকা ঘুষের দাবি করেন ওই সিভিক ভলান্টিয়ার। কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পরই গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ারকে।

আরও পড়ুন- পিছিয়ে গেল ঋতব্রতর আগাম জামিনের শুনানি 

গঙ্গারামপুরের অশোক গ্রামের বাসিন্দা সাবির আলম জানান, তিনি এবং তাঁর বন্ধু মিলে খেলা দেখতে যাচ্ছিলেন কুমারগঞ্জের এলেন্দারিতে। সেখানে কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার তাঁদেরকে আটকে গাড়ির কাগজপত্র দেখতে চান। দাবিমতো তার কাছে সব নথি পেশ করলেও হেলমেট না পরায় ৫,০০০ টাকা ঘুষ দাবি করে ওই সিভিক ভলান্টিয়ার। টাকা না দিলে শুরু হয় বচসা। পরে তা হাতাহাতিতে পৌঁছয়। সিভিক ভলান্টিয়ার আলমের হাতের আঙুল ভেঙে দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন- খেলতে খেলতে দোতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু শিশুর

আলম বলেন, “এলেন্দারি গ্রামে খেলা দেখতে যাচ্ছিলাম। হেলমেট না থাকায় পথে সিভিক ভলান্টিয়ার আটকে ৫ হাজার টাকা ঘুষ চায়। দিতে না চাইলে সে মারধর শুরু করে। খেলার মাঠে এসে দেখে নেওয়ার হুমকি দেয়। তাকে বাধা দিতে গেলে আমার  হাতের আঙুল ভেঙে দেয়।” 

.