হাবরায় ভোটের দিন গণপিটুনির তদন্তে ঘটনাস্থলে সিআইডি

হাবরায় তৃণমূলকর্মী খুনের তদন্তে নামল সিআইডি। শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখেন সিআইডির ১০ জনের গোয়েন্দাদের দল। জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়দের। ঘটনায় অনিমেশ দাস নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: May 20, 2018, 10:03 AM IST
হাবরায় ভোটের দিন গণপিটুনির তদন্তে ঘটনাস্থলে সিআইডি

নিজস্ব প্রতিবেদন: হাবরায় তৃণমূলকর্মী খুনের তদন্তে নামল সিআইডি। শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখেন সিআইডির ১০ জনের গোয়েন্দাদের দল। জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়দের। ঘটনায় অনিমেশ দাস নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিস।

গত ১৪ মে ভোটের দিন হাবরার যশুর মধ্যপাড়ায় ২ যুবককে পিটিয়ে মারেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মত্ত অবস্থায় বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন ২ যুবক। ভাঙচুর করা হয় বাইকটিতেও। জনতার মারে মৃত্যু হয় সুশীল দাস ও উজ্জ্বল সুরের। যদিও তৃণমূলের দাবি এটি রাজনৈতিক হত্যা। নিহতরা তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। 

রায়গঞ্জে মহকুমাশাসককে হেনস্থায় গ্রেফতার ২ শিক্ষক

শুক্রবার হাবরা থানা থেকে পুলিস আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে যান সিআইডির গোয়েন্দারা। যান নিহতদের বাড়িতেও। নিহতদের পরিজনদের সঙ্গে কথাও বলেন তাঁরা। 

হাবরার ঘটনায় আগেই তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছিল রাজ্য প্রশাসন। 

.