Birbhum Child Death: পায়ের অপারেশন করাতে এসে শিশুর 'মৃত্যু', রামপুরহাটের নার্সিংহোমে ধুন্ধুমার

চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসা করার অভিযোগ পরিবারের। পাল্টা ভাঙচুর অভিযোগ করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। 

Updated By: Mar 29, 2022, 05:58 PM IST
 Birbhum Child Death: পায়ের অপারেশন করাতে এসে শিশুর 'মৃত্যু', রামপুরহাটের নার্সিংহোমে ধুন্ধুমার

নিজস্ব প্রতিবেদন: পায়ের অপারেশন করাতে এসে নার্সিংহোমে শিশুর মৃত্যু। চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসা করার অভিযোগ পরিবারের। পাল্টা ভাঙচুর অভিয়োগ করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। গোটা ঘটনাকে ঘিরে ধুন্ধিমার কাণ্ড।

ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট। জানা গিয়েছে, নিহত শিশুটি বীরভূমের নলহাটি থানার লোহাপুর গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমানের ছেলে। সোমবার রামপুরহাট হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে শিশুটিকে ভর্তি করা হয়। শিশুটির পা বাঁকা থাকায় পায়ের অপারেশন করাতে ভর্তি করা হয়। অপারেশন করেন চিকিৎসক। অভিযোগ অপারেশনের পরেই শিশুটির মৃত্যু হয়।

এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতি এবং ভুল চিকিৎসার অভিযোগে সরব হয় শিশুটির পরিবার। পাল্টা ভাঙচুরের অভিযোগ করে নার্সিংহোম কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: Heat Wave Alert: বুধবার থেকেই রাজ্যের এই জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা, সাবধানে বাড়ি থেকে বেরন

আরও পড়ুন: Bangladeshi Arrested: গন্তব্য ছিল কাশ্মীর, জলপাইগুড়ির মানিকগঞ্জে গ্রেফতার ৬ বাংলাদেশি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.