Rampurhat Arson: "বগটুইয়ের ঘটনায় IC, SDPO নিজেদের দায়িত্ব পালন করেননি!" দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মমতার

তিনি জানিয়েছেন যে আক্রান্ত পরিবারের মানুষের সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কথা বলতে এসেছেন। আক্রান্তদের ঘর ভেঙে কিন্তু তাঁর হৃদয় ভেঙ্গেছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন পুলিস সম্পূর্ণ বিষয়টিকে হাল্কাভাবে না নিলে এই ঘটনা ঘটতো না।

Updated By: Mar 24, 2022, 02:08 PM IST
Rampurhat Arson: "বগটুইয়ের ঘটনায় IC, SDPO নিজেদের দায়িত্ব পালন করেননি!" দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মমতার
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে বগটুই পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। তাদের সঙ্গে কথা বলার সময়েই পুলিস প্রশাসনের কিছু অফিসারের কাজের বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। 

আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময়ে মুখ্যমন্ত্রী পুলিস প্রশাসনের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, "এখানের SDPO যখন দেখলেন একজন খুন হয়েছে, তারপরও কেনও ব্যবস্থা নেওয়া হল না। এসডিপিও, আইসি তাদের দায়িত্ব পালন করেনি। যারা জেনেও ব্যস্থা নেয়নি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" 

আরও পড়ুন: Mamata Banerje At Bogtui: কাঁদতে কাঁদতে অসুস্থ, বগটুইয়ে নিহতদের পরিজনের শুশ্রূষায় মুখ্যমন্ত্রী নিজে

তিনি আরও বলেন, "বাইরে থেকে গুণ্ডা এনে আবার হামলা হতে পারে। তাই সবসময় এখানে পাহাড়া দিতে হবে।" স্থানীয় থানার IC নিজের দায়িত্ব প্রকাশ করেননি বলে উষ্মা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুরনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে দোষীদের বিরুদ্ধে এমনভাবে কেস সাজাতে হবে যাতে কেউ ছাড় না পায়।  

তিনি জানিয়েছেন যে আক্রান্ত পরিবারের মানুষের সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কথা বলতে এসেছেন। আক্রান্তদের ঘর ভেঙে কিন্তু তাঁর হৃদয় ভেঙ্গেছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন পুলিস সম্পূর্ণ বিষয়টিকে হাল্কাভাবে না নিলে এই ঘটনা ঘটতো না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.