Chakdaha: পুলিসের বিরুদ্ধে ধাক্কার অভিযোগ! শুভেন্দুর প্রচার শেষে তুমুল উত্তেজনা
তবে পুলিসের দাবি, এমন কোনও অভিযোগ তাদের কাছে আসেনি।
নিজস্ব প্রতিবেদন: নদিয়ার চাকদহয় প্রচার সভা শেষে পুলিসের সঙ্গে তুমুল বচসা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পুলিসের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ করেন বিরোধী দলনেতার। তবে পুলিসের দাবি, এমন কোনও অভিযোগ তাদের কাছে আসেনি।
সোমবার শুভেন্দু অধিকারীর সভা শেষে ফের উত্তেজনা। এমনকী পুলিসের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীকে ধাক্কা মারার অভিযোগ পুলিসের বিরুদ্ধে। প্রসঙ্গত, নদীয়ার চাকদহ পৌরসভার নির্বাচনী জনসভায় আসেন রাজ্যে বিরোধী দলনেতা। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
তাঁর অভিযোগ বিজেপিকে পঞ্চায়েত এলাকায় সভা করার অনুমতি দিয়েছে পুলিস। সভায় বক্তব্য রাখার শেষেই পুলিস ব্যারিকেডের দিকেই পায়ে হেঁটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। এরপরেই পুলিসের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীকে চিৎকার করে বলতে শোনা যায় পুলিস তাঁকে ধাক্কা মেরেছে। বিজেপি সমর্থকদের স্লোগানে উত্তেজনা তৈরি হয় এলাকায়।
বর্তমানে শুভেন্দু অধিকারী পরিবারের ৪ সদস্য ওয়াই ক্যাটিগরি নিরাপত্তা পেয়ে থাকেন। এদিন রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা সংক্রান্ত এক মামলায় সোমবার শুনানিতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর ক্ষেত্রে শুভেন্দুর মতকেই প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে সিসিটিভি (CCTV) লাগিয়েছিল পুলিস। এর ফলে পরিবারের প্রাইভেসি নষ্ট হচ্ছে হলে অভিযোগ তুলেছিল অধিকারীর পরিবার। এনিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় পুলিসের বিরুদ্ধেই গেল আদালতের রায়।
আরও পড়ুন, Anish Khan Death : বাড়িতেই মিলল আনিসের মোবাইল, 'CBI-কে দেব, পুলিসকে নয়', অনড় পরিবার