আত্মহত্যা করতে যাওয়া বৃদ্ধার প্রাণরক্ষা, পরিবারের কাছে ফেরালেন কাটোয়ার পুরপ্রশাসক

দীর্ঘদিন বাদে মা’কে ফিরে পেয়ে খুশি তাঁর ছেলেও।

Updated By: Jul 31, 2021, 09:01 PM IST
আত্মহত্যা করতে যাওয়া বৃদ্ধার প্রাণরক্ষা, পরিবারের কাছে ফেরালেন কাটোয়ার পুরপ্রশাসক

নিজস্ব প্রতিবেদন: আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু ভগবানের দূত হয়ে জয়াবতী ঘোষকে বাঁচান কাটোয়ার পুরপ্রশাসক। এরমাস পর সেই বৃ্দ্ধাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন বাদে মা’কে ফিরে পেয়ে খুশি তাঁর ছেলে বংশীধর ঘোষ। 

জানা গিয়েছে, কাটোয়া থানার রোণ্ডা গ্রামের বাসিন্দা জয়াবতী ঘোষ। ৩০ জুন দুপুরে কাটোয়ার শ্মশানঘাটের কাছে গঙ্গায় ঝাঁপ দিতে যান। দেখতে পান স্থানীয়রা।  যুবকরা তড়িঘড়ি তাঁকে বাঁচান। প্রাণ ফিরে পেয়ে অঝোরে কাঁদতে থাকেন বৃদ্ধা। নিজের নাম বললেও, ঠিকানা বলেনি। কাটোয়া থানার আবেদনে পুরসভার অনাথদের ভবনে ঠাঁই হয় জয়াবতী দেবীর। মাসখানেক পর এক আত্মীয়ের মাধ্যমে মা’য়ের খোঁজ পান ছেলে বংশীধর ঘোষ। মাকে বাড়ি ফইরিয়ে নিয়ে যেতে চেয়ে শনিবার কাটোয়া পুরসভায় আবেদন করেন তিনি। তাঁর আবেদন অনুমোদন করেন পুরপ্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জয়াবতী ঘোষকে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

আরও পড়ুন: প্রেমিকার দুর্বল মুহূর্তের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেইল, পুলিসের জালে হাড়োয়ার যুবক

আরও পড়ুন: ঘরে ফিরতে চায়নি স্ত্রী, শাশুড়িকে কুপিয়ে নয়ানজুলিতে ফেলে দিল জামাই

অভিযোগ, বৌমা সাগরিকা ঘোষের অত্যাচারে বাড়ি ছাড়েন সত্তরোর্ধ্ব বৃদ্ধা। বেছে নেন আত্মহত্য়ার পথ। তবে শনিবার পুরসভার অনাথভবন "ঠিকানা" থেকে চেলে-বৌমার হাত ধরে বাড়ি ফিরে গেলেন তিনি। শ্বাশুরির সঙ্গে আর ঝগড়া করবেন না, জানিয়েছেন তাঁর বৌমা।

.