১১৯তম জন্ম জয়ন্তীতে স্মরণে বরণে নজরুল
মহা সমারহে পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় পালিত হচ্ছে কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্ম জয়ন্তী। এই উপলক্ষে সাতদিন ধরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নজরুলতীর্থে। প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধরন চক্রবর্তী। অংশগ্রহণে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এরপর কবির মুর্তিতে মাল্যদান এবং কবির সমাধিস্থলে পুস্প অর্পণ করা হয়। নজরুল জয়ন্তী উপলক্ষে চুরুলিয়া গ্রামকে ছেলে সাজানো হয়েছে। শুধ এ রাজ্যের মানুষই নন। নজরুল জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ থেকেও এসেছেন বহু কবি সাহিত্যিক। পাশাপাশি পুরুলিয়া শহরেও পালিত হচ্ছে নজরুল জন্মজয়ন্তী। প্রভাত ফেরী অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। সুভাষ উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান। গানে, কবিতায়, নৃত্যে কবিকে শ্রদ্ধাজ্ঞাপন।
ওয়েব ডেস্ক: মহা সমারহে পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় পালিত হচ্ছে কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্ম জয়ন্তী। এই উপলক্ষে সাতদিন ধরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নজরুলতীর্থে। প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধরন চক্রবর্তী। অংশগ্রহণে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এরপর কবির মুর্তিতে মাল্যদান এবং কবির সমাধিস্থলে পুস্প অর্পণ করা হয়। নজরুল জয়ন্তী উপলক্ষে চুরুলিয়া গ্রামকে ছেলে সাজানো হয়েছে। শুধ এ রাজ্যের মানুষই নন। নজরুল জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ থেকেও এসেছেন বহু কবি সাহিত্যিক। পাশাপাশি পুরুলিয়া শহরেও পালিত হচ্ছে নজরুল জন্মজয়ন্তী। প্রভাত ফেরী অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। সুভাষ উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান। গানে, কবিতায়, নৃত্যে কবিকে শ্রদ্ধাজ্ঞাপন।