Recruitment Scam: ১০ ঘণ্টা পার, মিলল অ্যাডমিট-নথি! নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI তল্লাশি তৃণমূল বিধায়কের বাড়িতে
পুকুর থেকে উদ্ধার হয়েছে মোবাইল। আর এখানেই উঠছে প্রশ্ন। কেন পুকুরে ফেলা হয়েছিল মোবাইল? তবে কি দুর্নীতি ধামাচাপা দিতেই পুকুরে ফেলা হয় মোবাইল?
সোমা মাইতি : ১০ ঘণ্টা পার। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ম্যারাথন হানা শাসকদলের বিধায়কের বাড়িতে। মুর্শিদাবাদের আন্দিতে বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে চলছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কমপক্ষে ১৫ জন গোয়েন্দা তল্লাশি চালাচ্ছেন বলে খবর।
শাসক দলের বিধায়কের বাড়িতে ১০ ঘণ্টা পেরিয়েও তল্লাশি চালাচ্ছে সিবিআই। বিধায়কের বাড়ির ভিতর এবং বাইরে দফায় দফায় তল্লাশি চালানো হচ্ছে। জীবনকৃষ্ণকে সঙ্গে নিয়েই চলছে অভিযান। তল্লাশিতে বাড়ির পিছনের জঙ্গল থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে খবর সিবিআই সূত্রে।
সিবিআই সূত্রে আরও খবর, তল্লাশিতে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে। পুকুর থেকে উদ্ধার হয়েছে মোবাইল। আর এখানেই উঠছে প্রশ্ন। কেন পুকুরে ফেলা হয়েছিল মোবাইল? তবে কি দুর্নীতি ধামাচাপা দিতেই পুকুরে ফেলা হয় মোবাইল? সদুত্তরের খোঁজে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জীবনকৃষ্ণকে।
আরও পড়ুন, Abhishek Banerjee: 'শাহ বাংলার সব বকেয়া মিটিয়ে দিন, আমি এখনই রাজনীতি ছেড়ে দেব!' বিস্ফোরক অভিষেক
Kunal Ghosh: 'শাহের কথায় ঝুলি থেকে বেড়াল বেরল!' তীব্র কটাক্ষে অমিতকে বিঁধলেন কুণাল