Rampurhat Massacre: বগটুই 'গণহত্যা' কাণ্ডে আরও ১ গ্রেফতার CBI-এর
রিটন শেখকে অন্যান্য ধৃতদের মুখোমুখি বসিয়েও CBI জেরা করতে পারে বলে সূত্রে খবর।
নিজস্ব প্রতিবেদন : গটুই 'গণহত্যা' কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল CBI। ধৃতের নাম রিটন শেখ। এর আগে ধৃতদের জেরা করেই রিটনের খোঁজ পান তদন্তকারীরা। CBI সূত্রে তেমনটাই জানা গিয়েছে।
দিন কয়েক আগে বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের শ্বশুর সমীর শেখকে গ্রেফতার করে CBI। তাকে জেরা করেই রিটন শেখের নাম পাওয়া যায় বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যেই ধৃতকে রামপুরহাট আদালতেও পেশ করা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। CBI মনে করছে, ধৃত রিটন শেখকে জেরা করে বগটুই কাণ্ডে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। সেদিনের ঘটনায় কী ভূমিকা ছিল তার? খতিয়ে দেখবেন তদন্তকারীরা। নিজেদের হেফাজতে পেলে রিটন শেখকে অন্যান্য ধৃতদের মুখোমুখি বসিয়েও CBI জেরা করতে পারে বলে সূত্রে খবর।
প্রসঙ্গত, ধৃত আনারুল হোসেন সহ অন্যদের জেরায় এই রিটন শেখের নাম উঠে আসে। এর আগে বগটুই কাণ্ডে মুম্বই থেকে বাপ্পা শেখ, সাবু শেখ সহ লালন শেখের ৪ সঙ্গীকে গ্রেফতার করেছে সিবিআই। তাদের জেরা করেও মেলে রিটন সম্পর্কে তথ্য। ৪ ধৃতকে আগেই CBI হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট আদালত। CBI সূত্রে জানা গিয়েছে, ধৃত রিটন শেখের বাড়ি বগটুই গ্রামের পশ্চিমপাড়া এলাকায়। সে পেশায় একজন টোটো চালক। ঘটনার দিন রামপুরহাট মনসুবা মোড়ে একটি পেট্রোল পাম্পে গিয়েছিল সে। CBI আধিকারিকরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ গ্রহণ করেন।
সেই ফুটেজেই দেখা যায় যে, ঘটনার দিন রাতেরবেলা ওই পেট্রোল পাম্পে টোটো নিয়ে গিয়েছিল রিটন সেখ। সেই ফুটেজ দেখেই তাকে যখন জিজ্ঞাসাবাদ করে CBI, তখন তার কথায় নানান অসঙ্গতি দেখা যায়। এরপরই রিটন শেখকে গ্রেফতার করেন CBI আধিকারিকরা। উল্লেখ্য, ২১ মার্চ বগটুই গ্রামের বাসিন্দা তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন। তাঁর খুনের পর, গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে মৃত্য়ু হয় ৮ জনের। এই দুটি ঘটনারই এখন তদন্ত করছে CBI।
আরও পড়ুন, Tapan Kandu Murder: তপন কান্দু খুনে 'ক্লিনচিট' দেন সুপার! সেই ঝালদা IC-কেই এবার জিজ্ঞাসাবাদ CBI-এর
Digha: উচ্চশিক্ষার ইচ্ছায় বিয়ে দিতে অস্বীকার পরিবারের, আত্মঘাতী নাবালিকা
Madhyamgram: রড দিয়ে মেরে বাড়িছাড়া করে ছেলে-বউমা, হাইকোর্টের রায়ে আশ্রয় ফিরে পেলেন বৃদ্ধা