আরও টাকার হদিশ! এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লটারি জেতার ৫০ লক্ষ পেল CBI
কালো টাকা সাদা করতে অস্ত্র সেই লটারি? গরু পাচার তদন্তে এবার আরও লটারির হদিশ পেলে সিবিআই। কেষ্ট ও তাঁর মেয়ের পর এনামুল হকের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গেল টাকা। ২০১৭ সালে পঞ্চাশ লক্ষের লটারি পান এনামুল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকার হদিশ পাওয়া গিয়েছে, এমনটাই দাবি CBI-এর।
বিক্রম দাস: কালো টাকা সাদা করতে অস্ত্র সেই লটারি? গরু পাচার তদন্তে এবার আরও লটারির হদিশ পেলে সিবিআই। কেষ্ট ও তাঁর মেয়ের পর এনামুল হকের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গেল টাকা। ২০১৭ সালে পঞ্চাশ লক্ষের লটারি পান এনামুল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকার হদিশ পাওয়া গিয়েছে, এমনটাই দাবি CBI-এর। সিবিআই দাবি করেছিল, আরও ৫০ লক্ষ টাকার লটারি জিতেছিলেন সুকন্যা মণ্ডল। অনুব্রত মণ্ডলের মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটে এমনই তথ্য মিলেছে। তিন বছরে বীরভূমের মণ্ডল পরিবারই পাঁচবার প্রায় ২ কোটি টাকার লটারি জিতেছেন।
আরও পড়ুন, Baruipur Murder: দু'হাত ও কোমরের নীচ থেকে নেই! বারুইপুরে মিলল প্রাক্তন নৌসেনার দেহাংশ
এবার সিবিআই সূত্রে দাবি, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও একটি লটারির তথ্য মিলেছে। মামলায় প্রথমদিকে গ্রেফতার হওয়া ব্যবসায়ী এনামুল হকও লটারির পুরস্কার বাবদ ৫০ লক্ষ টাকা জিতেছিলেন। এনামুলের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য ঘাঁটতে গিয়েই লটারির বিষয়টি নজরে আসে তদন্তকারীদের। ৫০ লক্ষ টাকা ঢুকেছিল তার অ্যাকাউন্টে, যে টাকা সে লটারির পুরস্কার বাবদ পেয়েছিল। গরু পাচার মামলায় এর আগে মোট ৫টি লটারির সন্ধান মিলেছিল।
সিবিআই এর আগে দাবি করেছিল, চলতি বছরে লটারির পুরস্কারের অর্থমূল্য বাবদ বিপুল অঙ্কের টাকা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। এনামুলের পাশাপাশি তাঁর সহযোগীদের কেউ লটারিতে টাকা পেয়েছিলেন কিনা সে ব্যাপারেও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
অন্যদিকে, আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষই যাতে অনুব্রতকে দিল্লি পৌছে দেন, সেই আবেদন করবেন ইডির আইনজীবী। সিবিআইয়ের পর গরু পাচার মামলায় ইডি-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। এদিকে দিল্লির তিহাড় জেলে আছে মামলার মূল অভিযুক্ত এনামুল হক। তিহাড়েই বন্দি অন্যতম ২ অভিযুক্ত সায়গল হোসেন এবং বিএসএফ অফিসার সতীশ কুমার। সবাইকে একসঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।
আরও পড়ুন, Weather Today: রাজ্যে নিম্নমুখী তাপমাত্রার পারদ, শীতের আমেজে মজে তিলোত্তমা