প্রার্থীদের বায়োডাটা, আরামবাগ: নারদায় অভিযুক্ত তৃণমূলের অপরূপা, মামলা রয়েছে বিজেপি-সিপিএম প্রার্থীদের বিরুদ্ধেও

আরামবাগ লোকসভা কেন্দ্র

Updated By: Apr 30, 2019, 06:16 PM IST
প্রার্থীদের বায়োডাটা, আরামবাগ: নারদায় অভিযুক্ত তৃণমূলের অপরূপা, মামলা রয়েছে বিজেপি-সিপিএম প্রার্থীদের বিরুদ্ধেও

হুগলির আরামবাগ। বরাবরই এই লোকসভা আসন সংবাদ শিরোনামে থেকেছে। বাম আমলে এই কেন্দ্রে প্রায়ই সন্ত্রাসের অভিযোগ উঠত। এই কেন্দ্র থেকে সাতবার জিতে লোকসভায় গিয়েছিলেন সিপিএমের অনিল বসু। ২০০৯ সালে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন সিপিএমের শক্তিমোহন মালিক। তাঁকে হারিয়ে ২০১৪ সালে ওই কেন্দ্রের সাংসদ হন তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার। এবারও তিনি তৃণমূলের প্রার্থী। তাঁর বিরুদ্ধে এবারও লড়ছেন শক্তিমোহন মালিক। একই সঙ্গে লড়াইয়ে রয়েছেন বিজেপির তপনকুমার রায়।

 

অপরূপা পোদ্দার আফরিন আলি, তৃণমূল কংগ্রেস

বয়স-

৩৩ বছর

ঠিকানা-

২৮, গান্ধী সড়ক, পোস্ট-রিষড়া, থানা-শ্রীরামপুর, জেলা-হুগলি

আয় -

অপরূপা- ১৪৩০৪৭৩ টাকা (২০১৭-১৮), ২১৫৪০০ টাকা (২০১৩-১৪)

স্বামী- ৬০০৫৮৭ (২০১৭-১৮), ২৭৫৬৭৪ (২০১৩-১৪)

মামলা-

নারদায় অভিযুক্ত। সিবিআই তদন্ত করছে।

হাতে নগদ-

অপরূপা- ১০ টাকা, স্বামী- ৫ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

অপরূপা- একটি স্করপিও গাড়ি। দাম ১৩ লক্ষ টাকা।

স্বামী- একটি বাইক। দাম ৭০ হাজার টাকা।

স্থাবর-

অপরূপা- ১৪০০০০০ টাকা,

ঋণ

৪৪০০০

শিক্ষা-

এলএলবি

পেশা

আইনজীবী

 

 তপনকুমার রায়, বিজেপি

বয়স-

৫৫ বছর

ঠিকানা-

গ্রাম-বেলেপাড়া, পোস্ট- বেঙ্গাই, থানা- গোঘাট, জেলা- হুগলি

আয় -

তপন- ৪৫৬৭০৮ (২০১৮-১৯), ৪৩৯২৯৮ (২০১৪-১৫)

মামলা-

গোঘাট থানায় একটি মামলা। অশান্তি ছড়ানো, অস্ত্র নিয়ে হুমকি, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।

হাতে নগদ-

তপন- ২০০০০ টাকা, স্ত্রী- ৫০০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

তপন- ১৩৭৩৭৩০ টাকা, স্ত্রী-১৯৩৯৮২ টাকা

স্থাবর-

তপন- ৪৩৬৫৩৯.৫৩ টাকা, স্ত্রী- নেই

ঋণ

১৮৭৫০০০

শিক্ষা-

এমএ, বর্ধমান বিশ্ববিদ্যালয়

পেশা

পশ্চিম মেদিনীপুরের তাতারপুর হাইস্কুলের শিক্ষক

 

 জ্যোতিকুমারী দাস,  কংগ্রেস

বয়স-

৪১ বছর

ঠিকানা-

রামকৃষ্ণ রোড, রিষরা, শ্রীরামপুর, হুগলি

আয় -

জ্যোতি – নেই,

স্বামী- ৫৩২৪৬৫ টাকা (২০১৭-১৮), ৩৫৪৩৫২ (২০১৩-১৪)

মামলা-

নেই

হাতে নগদ-

জ্যোতি- ২২০০০ টাকা, স্বামী-৭৫০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

জ্যোতি- ১১৪৫১১ টাকা, স্বামী - ৯৫৪৪৯৩ টাকা

স্থাবর-

জ্যোতি- ৯০০০০০০ টাকা, স্বামী- ২০০০০০০ টাকা

ঋণ

নেই

শিক্ষা-

ইতিহাসে স্নাতক

পেশা

গৃহবধূ

 

 শক্তিমোহন মালিক, সিপিএম

বয়স-

৫৯ বছর

ঠিকানা-

ব্লকপাড়া, আরামবাগ, হুগলি

আয় -

শক্তিমোহন- ৭৮৫৭৩০ টাকা (২০১৮-১৯), ৫৩৬২৭০ (২০১৪-১৫)

স্ত্রী- ৪১৬২৮০ টাকা (২০১৮-১৯), ২৯৩৬৩২ (২০১৪-১৫)

মামলা-

আরামবাগ ও পুরশুড়া থানায় দুটি অভিযোগ। আরামবাগে বোমা, অস্ত্র নিয়ে গোলমালে অভিযুক্ত। পুরশুড়ায় অভিযোগ নির্বাচনী বিধি লঙ্ঘন করার।

হাতে নগদ-

শক্তিমোহন- ১০০০০ টাকা, স্ত্রী- ৫০০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

শক্তিমোহন- ২৫২৫৯২৭ টাকা, স্ত্রী- ৩২৩৫৩৪২ টাকা

স্থাবর-

শক্তিমোহন – ৪৫৪২২৭০ টাকা, স্ত্রী- নেই

ঋণ

১৭৩২৪ টাকা

শিক্ষা-

বিএ, বর্ধমান বিশ্ববিদ্যালয়

পেশা

গোবিন্দপুর আরকে হাইস্কুলের প্রধান শিক্ষক

 
.