কলকাতা হাইকোর্টে ৬ নতুন বিচারপতির নিয়োগে সবুজ সংকেত দিল কেন্দ্র

Updated By: Sep 14, 2017, 08:35 PM IST
কলকাতা হাইকোর্টে ৬ নতুন বিচারপতির নিয়োগে সবুজ সংকেত দিল কেন্দ্র

ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর ৬ জন নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

কলকাতা হাইকোর্টে বিচারপতিদের শূন্যপদ পূরণের দাবি দীর্ঘদিনের। হিসাব মতো ৭৪ জন বিচারপতি থাকার কথা থাকলে রয়েছেন তার অর্ধেকেরও কম। অবিলম্বে অন্তত ১৭ জন বিচারপতি নিয়োগের দাবিতে গত কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন আইনজীবীরা। তাদের অভিযোগ, বিচারপতির শূন্যপদ পূরণ না হওয়ায় মন্থর হচ্ছে বিচারপ্রক্রিয়া। বুধবার রাজভবনে গিয়ে এই মর্মে স্মারকলিপি জমা দেন আইনজীবীদের প্রতিনিধিদল।

এর পরই বৃহস্পতিবার ৬ জন আইনজীবী নিয়োগের সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় আইনমন্ত্রক। কলকাতা হাইকোর্টের নতুন আইনজীবী হচ্ছেন প্রতীকপ্রকাশ বন্দোপাধ্যায়, মৌসুমি ভট্টাচার্য, সব্যসাচী ভট্টাচার্য, রাজশেখর মাথরা, রাজশ্রী ভরদ্বাজ, শেখর ববি শরাফ। তবে মাত্র ৬ জন নতুন বিচারপতিতে খুশি নন আইনজীবীরা। 

 

.