নিজস্ব প্রতিবেদন : শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস। স্টোন চিপ বোঝাই লরির সঙ্গে দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল বাসচালকের। আহতের সংখ্যা কমপক্ষে ৩০। তাদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর। চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণপুরের কাছে চাঁপাখালে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর।

আরও পড়ুন- পর পর কন্যাসন্তান, অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে খুন করল স্বামী

জানা গেছে, শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরের উদ্দেশে যাত্রা শুরু করে পড়ুয়া বোঝাই বাসটি। আরবিবার ভোরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাসটি যাওয়ার সময় হঠাত্ই উল্টো দিক থেকে আসা একটি স্টোন চিপ বোঝাই লরির সঙ্গে মুখোমখি ধাক্কা লাগে বাসটির। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস চালকের। অন্যদিকে, দুর্ঘটনায় আহত ছাত্রছাত্রী ও শিক্ষকদের উদ্ধার করে গ্রামবাসীরাই হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিললী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

English Title: 
Bus leaded with students collide head-on with truck at Bankura, one dead
News Source: 
Home Title: 

শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে বাঁকুড়ায় দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস, মৃত ১

শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে বাঁকুড়ায় দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস, মৃত ১
Yes
Is Blog?: 
No
Section: