Lalgarh Accident: বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, অনেকের মৃত্যুর আশঙ্কা

Lalgarh Accident গত ৯ নভেম্বর এই লালগড়েই দুর্ঘটনার কবলে পড়েছিল একটি যাত্রীবাহী বাস। শালচাতুরি এলাকায় ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে উল্টে যায়

Updated By: Jan 11, 2024, 11:19 AM IST
Lalgarh Accident: বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, অনেকের মৃত্যুর আশঙ্কা

চম্পক দত্ত: দুটি গাড়ির সংঘর্ষে ভয়ংকর পরিস্থিতি লালগড়ে। ওই সংঘর্ষে ছোট গাড়িটিতে আগুন ধরে যায়। ওই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিকেলে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেধে যায় মেদিনীপুর-লালগড় রাজ্য সড়কে বুড়িশোল এলাকায় । তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখন স্পষ্ট নয়।

আরও পড়ুন-'৬০ বছর হলেই যে কাউকে...', তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বে এবার বার্তা মমতার!

এদিন বিকেলে লালগড়ের দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল একটি চারচাকার গাড়ি। উল্টো দিক থেকে আসছিল একটি বাস। কোনও কারণে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রবল ধাক্কায় একটি গাড়ির চাকা খুলে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই ছোট গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটি থেকে অনেকেই বেরিয়ে আসার সুযোগ পাননি। ফলে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে আসে পুলিস ও দমকল। রাস্তার পাশে দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জনের দেহ উদ্ধার করতে পেরেছে পুলিস। ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটিতে মোট ৪ জন যাত্রী ছিলেন। উদ্ধারকার্যের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয় রাস্তায়।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর এই লালগড়েই দুর্ঘটনার কবলে পড়েছিল একটি যাত্রীবাহী বাস। শালচাতুরি এলাকায় ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে উল্টে যায়। মেদিনীপুর থেকে বাসটি ঝাড়গ্রাম যাচ্ছিল। সকাল সাড়ে সাতটা নাগাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে জমির দিতে চলে যাওয়ার পথে সেটি উল্টে যায়। যাত্রীদের চিত্কার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এক যাত্রীর বলেন, জমিতে নেমে যাওয়ার সময় বাসটি উল্টে যায়। ভেতরে যাত্রীরা তালগোল পাকিয়ে য়ায়। আমি বাসের কাচ ভেঙে বেরিয়ে আসি। যাত্রীদের অধিকাংশই কমবেশি আহত।

 

.