BSF: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিএসএফের ভূমিকা, প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরল সীমান্তরক্ষী বাহিনী
রবিবার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে এক প্রদর্শনীর আয়োজন করে বিএসএফ
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় ভূমিকা নিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাক সেনার সঙ্গে সেই লড়াইয়ের স্মৃতি একটি প্রদর্শনীতে তুলে ধরল বিএসএফ।
রবিবার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে এক প্রদর্শনীর আয়োজন করে বিএসএফ। সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় পাক বাহিনীর সঙ্গে বিএসএফের লড়াইয়ের ইতিহাস।
এদিন গ্রামবাসীদের প্রদর্শনী ঘুরে দেখান বিএসএফের ১৫২ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডান্ট জওহর সিং নেগি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিএসএফ কীভাবে লড়াই করেছে ও সে সময় কী ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয় তা তুলে ধরা হয় ওই প্রদর্শনীতে।
আরও পড়ুন-Saayoni Ghosh:জোরে গাড়ি চালিয়ে মানুষ মারার চেষ্টা! আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ
প্রদর্শনীতে স্থান পেয়েছে সেই সময়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বক্তৃতাও। গ্রামবাসীদের কাছে প্রতিটি ছবি ধরে ধরে বিএসএফের ভূমিকা গ্রামবাসীদের কাছে তুলে ধরেন জওহর সিং নেগি।