BREAKING: মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা
সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই লক্ষ্মীর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
নিজস্ব প্রতিবেদন: মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। জানা গিয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। জানা যাচ্ছে বিধায়ক পদ থেকে আপাতত পদত্যাগ করেননি।
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মন্ত্রিত্বের পাশাপাশি হাওড়া জেলা তৃণমূলের সভাপতি পদ থেকেও ইস্তফাপত্র পাঠিয়েছেন সুব্রত বক্সীর কাছেও। তবে আপাতত রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলেই জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। তবে বিধায়ক পদে পূর্ণ মেয়াদেই থাকতে চান লক্ষ্মী।
আরও পড়ুন: এড়ালেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক! Rajib-এর 'BJP যোগ' নিয়ে তুঙ্গে জল্পনা
সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই লক্ষ্মীর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের খোঁচা, 'যত তাড়াতাড়ি মুখোশ খোলে ততই ভাল'। দলে কাজের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। সরব বৈশালীও। অন্যদিকে তৃণমূলে কেউ আদর্শ নিয়ে কাজ করতে পারেন না বলেই প্রতিক্রিয়া বিজেপির।