চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ, মৃত্যু হল জাতীয় স্তরের খেলোয়াড়ের

রাজ্যে ফের চিকিত্‍সা বিভ্রাট। চিকিত্সার গাফিলতিতে এবার মৃত্যু হল জাতীয় স্তরের এক ভলিবল খেলোয়াড়ের। তিনি প্রসূতি ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বরানগর মাতৃসদন হাসপাতাল। প্রতিবাদে দেহ নিয়ে বিক্ষোভ দেখায় মৃতার আত্মীয়রা। পরে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Updated By: Apr 23, 2017, 12:13 PM IST
চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ, মৃত্যু হল জাতীয় স্তরের খেলোয়াড়ের
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : রাজ্যে ফের চিকিত্‍সা বিভ্রাট। চিকিত্সার গাফিলতিতে এবার মৃত্যু হল জাতীয় স্তরের এক ভলিবল খেলোয়াড়ের। তিনি প্রসূতি ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বরানগর মাতৃসদন হাসপাতাল। প্রতিবাদে দেহ নিয়ে বিক্ষোভ দেখায় মৃতার আত্মীয়রা। পরে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়়ুন- চিকিত্‍সকের আজব কীর্তি জোকা ESI হাসপাতালে

জানা গেছে, প্রসব যন্ত্রণা নিয়ে মাতৃসদন হাসপাতালে ভর্তি করা হয় ওই রোগীকে। পরিবারের অভিযোগ, যে চিকিত্সকের অধীনে তিনি ভর্তি ছিলেন, তিনি সময় মতো আসেননি সেখানে। তাঁর বাড়িতে দুবার অ্যাম্বুলেন্স পাঠানো হলেও তিনি হাসপাতালে আসেননি বলে অভিযোগ পরিবারের। এমনকী হাসপাতালের পক্ষ থেকে রোগীর শারীরিক অবস্থার অবনতির কথাও জানানো হয়নি পরিবারকে। গতকাল রাতেই মৃত্যু হয় ওই তাঁর। বরানগর থানায় অভিযোগ দায়ের হয়েছে চিকিত্‍সক ও হাসপাতালের বিরুদ্ধে।

.