'জয় শ্রী রাম' বলায় বিজেপি সমর্থককে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক 'মার'
তৃণমূলের পাল্টা দাবি, একশো দিনের কাজের টাকা নিয়ে ঝামেলা হয়েছিল। তা থেকেই এই গণ্ডগোল। তদন্তে পুলিস।
Updated By: May 24, 2019, 12:00 PM IST
নিজস্ব প্রতিবেদন: 'জয় শ্রী রাম' বলায় এক বিজেপি সমর্থককে বাঁশ ও লাঠি দিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠল কালনা বড় ধামাস গ্রাম পঞ্চায়েতের প্রধান ও কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি কালনার বালিন্ডার গ্রামের। আহতকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা স্থলে কালনা পুলিশ ও কেন্দ্র বাহিনী। যদিও তৃণমূলের তরফে অন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তৃণমূলের পাল্টা দাবি, একশো দিনের কাজের টাকা নিয়ে ঝামেলা হয়েছিল। তা থেকেই এই গণ্ডগোল। তদন্তে পুলিস।
অগ্নিগর্ভ সিতাই, হাজার হাজার বাইক বাহিনী জ্বালিয়ে দিল তৃণমূলের পার্টি অফিস
ঘটনার পর থেকে থমথমে গ্রাম। এলাকায় টহল দিচ্ছে পুলিস ও কেন্দ্রীয় বাহিনী।