লকেটের সভায় পতাকা টাঙানোর পরই গুড়াপে বিজেপি কর্মীকে মাঠে ঘিরে ধরে বুকে গুলি

প্রতিবাদে গুড়াপের ভাস্তারায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হয়েছেন বিজেপি  কর্মী, সমর্থকররা।

Updated By: Aug 31, 2019, 11:51 AM IST
লকেটের সভায় পতাকা টাঙানোর পরই গুড়াপে বিজেপি কর্মীকে মাঠে ঘিরে ধরে বুকে গুলি

নিজস্ব প্রতিবেদন : ফের গুলিবিদ্ধ বিজেপি কর্মী। ঘিরে ধরে ওই বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলীর গুড়াপে। গুলিবিদ্ধ ওই বিজেপি কর্মীর নাম রাকেশ ক্ষেত্রপাল। বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন ওই ব্যক্তি।

জানা গিয়েছে, নিহত রাকেশ ক্ষেত্রপাল কর্মসূত্রে প্রবাসী। কাঠের কাজ করতেন তিনি। কর্মসূত্রে কেরালায় থাকেন রাকেশ। দিন সাতেক আগে বাড়ি ফেরেন। পরিবার ও স্থানীয় গেরুয়া শিবিরের দাবি, রাকেশ একজন বিজেপি কর্মী। গতকাল বৈঁচিতে গিয়েছিলেন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানে বিজেপির হয়ে পতাকা টাঙাতে দেখা গিয়েছিল তাঁকে।

অভিযোগ, এরপরই হামলা হয় রাকেশের উপর। রাতে মাঠে শৌচকর্ম করতে গিয়েছিলেন রাকেশ। জানা যাচ্ছে, সেখানেই তাঁকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। ঘিরে ধরে খুব কাছ থেকে রাকেশকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। বুকে গুলি লাগে তাঁর। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই পথ অবরোধে নেমেছে বিজেপি।

আরও পড়ুন, বিধায়কের বিরুদ্ধেই তহবিল তছরুপের অভিযোগ ব্লক নেতাদের, বেকায়দায় মালদহ জেলা তৃণমূল

গুড়াপের ভাস্তারায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হয়েছেন বিজেপি  কর্মী, সমর্থকররা। কী কারণে রাকেশের উপর হামলা? তা এখনও জানা যায়নি। এদিকে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেও জানা গিয়েছে। তবে, হামলার কারণ কী? উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

.