কাঁকিনারায় বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ
এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া। রবিবার রাতে সেখানে এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠল। পরে এলাকায় দুষ্কৃতীরা বোমাবাজি করে বলেও অভিযোগ। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম চন্দন সাউ। বয়স প্রায় ৩৫। পুলিস এখনই এনিয়ে এর থেকে বেশি কিছু জানায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ ধরা পড়েনি বলে পুলিসের একটি সূত্রের খবর।
আরও পড়ুন: ‘আমাকে বাঁচান’, প্রতিবেশীর দরজায় আর্জি রক্তাক্ত বধূর
এদিকে ঘটনার পর এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে যায়। বিজেপির দাবি, চন্দন আগে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই রোষেই তাঁকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
যদিও এ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কারও কোনও বক্তব্য মেলেনি। তবে তৃণমূলের একটি সূত্র এই ঘটনার সঙ্গে দলের যোগাযোগ অস্বীকার করেছে। এর পিছনে অন্য কারণ থাকতে পারে বলে তাদের দাবি।
প্রসঙ্গত, গত ১৯ মে থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে ভাটপাড়া ও কাঁকিনাড়া এলাকায়। ওইদিন ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন ছিল। সেদিন নির্বাচনকে কেন্দ্র করে গোলমাল ছড়ায়। ভোটপর্ব মেটার পরও গোলমাল হয়।
আরও পড়ুন: তৃণমূলে ভোট দেওয়ায় মাঝরাস্তায় কর্মীদের বেধরক মার বিজেপির
কাঁকিনাড়ায় ট্রেন অবরোধ হয়। ট্রেন লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও ওঠে। পরিস্থিতি সামলাতে আধা সেনাও নামে। তবুও পরিস্থিতি শান্ত হয়নি। তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে গোলমাল পাকানোর, এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছে একাধিকবার। এরই মধ্যে এক যুবককে খুনের অভিযোগ উঠল।