দলে থেকেও বঞ্চিত সদস্যরা, মণ্ডল গঠন নিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত বহরমপুর
বুধবার এই অভিযোগ তুলেই সরব হয়েছে বিজেপির দলীয় কর্মীরা। তাই পদাধিকার পেতেই প্রকাশ্যে এল গোষ্ঠীকোন্দল। ঘটনাটি ঘটেছে বহরমপুরে।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন দলে থেকেও বঞ্চিত হচ্ছেন পুরনো সদস্যরা। পদাধিকার পেয়ে যাচ্ছেন বিজেপিতে সদ্য যোগ দেওয়া কর্মীরাই। মণ্ডল গঠন নির্বাচনের পর বুধবার এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপির দলীয় কর্মীরা। পদাধিকার পেতেই এবার প্রকাশ্যে এল গোষ্ঠীকোন্দল। ঘটনাটি ঘটেছে বহরমপুরে। বুধবার সকালে দলের কর্মীদের মধ্যেই ধুন্ধুমার বাঁধে। উত্তেজনা ছড়ায় এলাকায়।
বুধবার বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ের সামনে তুমুল হাতাহাতি শুরু হয় ২ গোষ্ঠীর মধ্যে। বচসা থেকে শুধু হয় বেধড়ক মারধর। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েজন। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মণ্ডল সভাপতি নির্বাচনের পরই ক্ষোভ উগড়ে দিয়েছেন রানিনগর ও বহরমপুরের বিজেপি নেতা, কর্মীরা।
আরও পড়ুন: ঢিলেমি রাজ্যেরই, মাঝেরহাট ব্রিজ নিয়ে রেলের কড়া জবাব পৌঁছল পূর্ত দফতরে
দলের পুরনো কর্মীদের অভিযোগ, "নির্বাচনের পর দীর্ঘদিনের বিজেপি নেতা কর্মীদের পদাধিকার পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দল থেকে হঠাৎ বিজেপিতে যোগ দেওয়া কিছু সদস্যদের মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।" যা সংগঠনকে দুর্বল করবে বলেও তাঁদের দাবি। যদিও গোষ্ঠীর নেতারা বিরোধীদের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, কিছু লোক নেতৃত্বে না পেয়েই এই আচরণ করছেন।