দিলীপ ঘোষের কালী পুজো উদ্বোধনে পতাকা বাঁধা ঘিরে উত্তেজনা, আহত পাঁচ বিজেপি কর্মী

আহতদের প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তিনজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

Updated By: Nov 14, 2020, 06:06 PM IST
দিলীপ ঘোষের কালী পুজো উদ্বোধনে পতাকা বাঁধা ঘিরে উত্তেজনা, আহত পাঁচ বিজেপি কর্মী

নিজস্ব প্রতিবেদন- দিলীপ ঘোষের কালী পুজো উদ্বোধনে দলীয় পতাকা বাঁধাকে ঘিরে উত্তেজনা। আহত পাঁচজন বিজেপি কর্মী। রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের কালিপুজো উদ্বোধনের সভাকে কেন্দ্র করে রণক্ষেত্র নারায়ণগড়ের ৭ নং কাশিপুর অঞ্চলের আমডিহা গ্রাম। কাশিপুর অঞ্চলের মেট্যালে দিলীপ ঘোষের পুজে উদ্বোধন উপলক্ষে আমডিহা গ্রামের বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। ঠিক সেই সময়ে তৃনমূলের কর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ বিজেপির।

আরও পড়ুন-  ''যা করতে হয় তা বলতে নেই'', রামনগর থেকে ফের জল্পনা উস্কে দিলেন শুভেন্দু অধিকারী

তাদের পাঁচজন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বিজেপি শিবির। আহতদের প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তিনজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই হামলার পিছনে স্থানীয় তৃণমূলের অঞ্চল প্রধান রবীন ধাউড়িয়া ও তাঁর ভাই জড়িত বলে অভিযোগ করেছে বিজেপি। এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার পরে এলাকায় গিয়ে পুজো উদ্বোধন করেন দিলীপ ঘোষ। এলাকাবাসীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সাংসদ। সভা মঞ্চ থেকে আক্রমণকারীদের হুঁশিয়ারিও দেন তিনি।

.