শিল্পের দাবিতে সিঙুরে টাটা প্রকল্পের জমিতে ঢুকে বিক্ষোভ দেখাল বিজেপি
এরপর তারা প্রকল্প এলাকায় জমিতে ঢুকে বিক্ষোভ মিছিল করেন। টাটার ন্যানো কারখানার জন্য এখানে জমি অধিগ্রহণ করেছিল বাম সরকার। কিন্তু কারখানা হয়নি। তৃণমূল ক্ষমতায় এসে প্রতিশ্রুতিমতো কৃষকদের জমি ফেরত দেয়।
নিজস্ব প্রতিবেদন: হুগলি লোকসভা কেন্দ্রের দখল নিয়েই সিঙুরে শিল্পের দাবিতে পথে নামল বিজেপি। শুক্রবার সিঙুরে প্রস্তাবিত টাটা প্রকল্পের এলাকায় ঢুকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাদের দাবি, সিঙুরে ফেরানো হোক টাটাদের।
কাল কালীঘাটে তৃণমূলের জরুরি বৈঠক ডাকলেন মমতা, চাকরি যেতে পারে একাধিক নেতার
এদিন দুপুরে সিঙুরের গোপালনগর মৌজার ইঞ্চিডাঙ্গা আশ্রমের কাছে সমবেত হন বিজেপি কর্মীরা। এরপর তারা প্রকল্প এলাকায় জমিতে ঢুকে বিক্ষোভ মিছিল করেন। টাটার ন্যানো কারখানার জন্য এখানে জমি অধিগ্রহণ করেছিল বাম সরকার। কিন্তু কারখানা হয়নি। তৃণমূল ক্ষমতায় এসে প্রতিশ্রুতিমতো কৃষকদের জমি ফেরত দেয়। অভিযোগ, তার পর দীর্ঘ সময় কাটলেও জমি কৃষিকাজের উপযুক্ত হয়নি।
বিজেপির সিঙুর মণ্ডলের নেতা সঞ্জয় পান্ডে বলেন, সিঙুরে আমরা শিল্প চাই। সেই দাবি আমরা আমাদের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মাধ্যমে দিল্লিতে পৌঁছে দিতে চাইছি। কৃষির পাশাপাশি আধুনিক শিল্পে হুগলি জেলার হৃত গৌরব পুনরুদ্ধারে লড়াই করবে বিজেপি।