হোটেলে BJPর বৈঠক, সেখানেই 'ডিনারে' জিতেন্দ্র তিওয়ারির

এ প্রসঙ্গে বাবুল বলেন 'আমি যখন দলে রয়েছি, তখন আমরা সবাই পার্টির একনিষ্ঠ সৈনিক। আমরা যেখানে যা বলি সে সম্বন্ধে আমাদের নিজেদের মধ্যে আলোচনাও হয়। কোথাও কোনও বিতর্ক হলে পার্টিতে আলোচনা হতেও পারে।'

Updated By: Dec 29, 2020, 04:52 PM IST
হোটেলে BJPর বৈঠক, সেখানেই 'ডিনারে' জিতেন্দ্র তিওয়ারির
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: অমর্ত্যর পর এবং আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে মন্তব্য বাবুল সুপ্রিয়র। গতকাল রাতে ফের একই হোটেলে বিজেপি নেতারা এবং তৃণমূলের জিতেন্দ্র তেওয়ারিকে দেখা গেল। 
আজকে সকালে আবার বাবুল সুপ্রিয়'র সঙ্গে কথা বললেন শিব প্রকাশ, অরবিন্দ মেননরা। কৈখালির একটি আবাসনে এই নিয়ে আলোচনাও হয়। সূত্রের খবর, জিতেন্দ্র কে নিয়েই কথা হয় বাবুলের সঙ্গে। বাবুলের মনের ভাব জানার চেষ্টা করেন বিজেপি নেতৃত্ব। 

ঠিক কী হয়েছিল এ দিন, সোমবার রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে বেঠকের কথা ছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের। সেখানেই সপরিবারে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে। এরপরই শুরু হয়ে যায় জোর জল্পনা। যদিও জিতেন্দ্রকে প্রশ্ন করা হলে তিনি জানান, কোনও রাজনীতি নয়, সেখানে বউ এবং মেয়েকে নিয়ে স্রেফ ডিনার সারতে গিয়েছিলেন তিনি। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেই মন্তব্য জিতেন্দ্রর। তাঁর কথায়, 'আমার এত খারাপ দিন আসেনি যে আমরা সপরিবারে বিজেপির বৈঠকে আসব। এতদিন টালমাটাল অবস্থা চলছিল, তাই এখানে এসেছি, কাল থেকে ফের নিজের কাজে ফিরব।'

এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেন তিনি..

It is very painful to see that a section is trying to link me with BJP which is false. I am with Didi and in next 48...

Posted by Jitendra Tiwari on Monday, 28 December 2020

আরও পড়ুন: 'অমর্ত্য সেন ৩ বার ৩ ধর্মে বিয়ে করেছেন, কথা বলার নৈতিক অধিকার নেই' লভ জিহাদ নিয়ে খোঁচা দিলীপের

এদিন জিতেন্দ্র তেওয়ারি প্রসঙ্গে বাবুল বলেন 'আমি যখন দলে রয়েছি, তখন আমরা সবাই পার্টির একনিষ্ঠ সৈনিক। আমরা যেখানে যা বলি সে সম্বন্ধে আমাদের নিজেদের মধ্যে আলোচনাও হয়। কোথাও কোনও বিতর্ক হলে পার্টিতে আলোচনা হতেও পারে।'

.