রামনবমীর পুজো নিয়ে বিবাদ! বিজেপির প্রাক্তন মণ্ডল নেতাকে বেধড়ক মারধর হাবরায়

বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি তৃণমূল কংগ্রেস

Updated By: Apr 13, 2022, 04:16 PM IST
 রামনবমীর পুজো নিয়ে বিবাদ! বিজেপির প্রাক্তন মণ্ডল নেতাকে বেধড়ক মারধর হাবরায়

নিজস্ব প্রতিবেদন: পুজো নিয়ে গন্ডগোলের সূত্রপাত। দলের লোকজনের মারেই মাথা ফাটল বিজেপি নেতার। এনিয়ে কটাক্ষ করা সুযোগ ছাড়ল না তৃণমূল।

মঙ্গলবার রাতে হাবরা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কাজল চক্রবর্তী নামে একজনের বাড়িতে রাম নবমীর পুজোর হিসেবনিকেশ করছিলেন অশোকনগর মণ্ডলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সুশান্ত দাস ওরফে ছোটন। অভিযোগ, সেইসময় বাড়ির বাইরে থেকে সুশান্তর নাম ধরে গালাগালি, হুমকি দেওয়া হয়। সুশান্ত ঘোষ বাড়ি থেকে বের হতেই তার উপরে হকি স্টিক, লোহার রড নিয়ে হামলা চালানো হয়। মাথা ফেটে যায় সুশান্তর। শরীরের একাধিক জায়গাতেও লাগে রড়ের আঘাত।

ঘটনার খবর পেয়েই হাজির হয় হাবরা থানার পুলিস। তবে আহত সুশান্ত দাস এনিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি। তবে সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ওই হামলার ঘটনার পেছনে রয়েছে অশোকনগরের আরেক বিজেপি নেতা শ্যামলেন্দু দে ও তার লোকজন। হাবরায় রামনবমীর পুজো ও শোভাযাত্রার আয়োজন শ্যামলেন্দু গোষ্ঠী মেনে নিতে পারেনি। এর আগে বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর ভোট পরিচালনার দায়িত্বে ছিলাম। সেই সময়েও শ্যামলেন্দু বাধা দিয়েছিল। এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্যামলেন্দু দে। তিনি বলেন, সুশান্তর সব অভিযোগ মিথ্যে।

অন্যদিকে, বিজেপির এক  গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি তৃণমূল কংগ্রেস। দলের নেতা প্রদীপ সিং বলেন, বিজেপির এই গোষ্ঠী দ্বন্দ্ব এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-MS Dhoni-র সামনেই সজোরে হেলিকপ্টার শট মারলেন Mohammed Siraj, ভিডিও ভাইরাল 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.