আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে লালবাজার অভিযানের ডাক বিজেপির

 কলকাতা শহরে প্রতিবাদে নামছে বিজেপি। 

Updated By: Jun 9, 2019, 11:21 PM IST
আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে লালবাজার অভিযানের ডাক বিজেপির

নিজস্ব প্রতিবেদন: রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে লালবাজার অভিযান করতে চলেছে বিজেপি। ১২ জুন শহরের রাস্তায় বিরাট মিছিলের ডাক দিয়েছেন দিলীপ ঘোষ। 

সূত্রের খবর, আগামী ১২ জুন লালবাজার অভিযান করতে চলেছে বিজেপি।  ওই অভিযানে থাকবেন রাজ্যের ১৮জন বিজেপির সাংসদ। থাকতে পারেন কেন্দ্রীয় নেতারাও। ওই অভিযানে নিজেদের শক্তি দেখাতে চলেছে গেরুয়া শিবির। ১ লক্ষ কর্মীকে আনার পরিকল্পনা করা হয়েছে।         

১২ জুন। লালবাজার অভিযান। লালবাজার অভিযানে থাকতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব। ১৮জন সাংসদ থাকবেন অভিযান। ১ লক্ষ কর্মীকে আনার পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্য সভাপতি জানালেন, কলকাতা শহরজুড়ে প্রতিবাদ মিছিল করবে বিজেপি। তবে সেই মিছিলের অভিমুখ কোন দিকে যাবে তা স্পষ্ট করেননি দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাজ্যজুড়়ে হিংসার আবহ তৈরি করেছে তৃণমূল। ভেঙে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। 

ন্যাজাটের ঘটনার সঙ্গে নন্দীগ্রামের তুলনা টেনে মুকুল রায় এদিন বলেন,''আজ দিলীপ ঘোষের নেতৃত্বে পাঁচজনের দল গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন গণতন্ত্র হত্যার জন্য তিনি একাই যথেষ্ট। আমাদের কাছে খবর কাল পাঁচজন নিহত হয়েছেন। দু’জনে দেহ দেখেছি। তিনজনের দেহ নেই। নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়''। 

রবিবার নবান্নে উপদেশ বার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাদের পরামর্শ, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি ফেরাতে সব ধরনের পদক্ষেপ করুক প্রশাসন। কোনও অফিসারের কাজে গাফিলতি পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হোক। স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেশের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন- সন্দেশখালির একমাত্র ন্যাজাটের বুথে ১৫০ ভোটে শাসকের পিছিয়ে থাকাই হিংসার কারণ?

.