অর্জুন সিংয়ের মিছিলে হামলা, নিশানায় তৃণমূল

থানা থেকে মাত্র ২০ পা দূরে হামলার ঘটনাটি ঘটে। দাবি অর্জুন সিংয়ের।

Updated By: Mar 31, 2019, 04:50 PM IST
অর্জুন সিংয়ের মিছিলে হামলা, নিশানায় তৃণমূল

নিজস্ব প্রতিবেদন : বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের মিছিলের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলার জেরে আহত হয়েছেন ২ জন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

রবিবার সকালে দত্তপুকুর অঞ্চলে ভোট প্রচারে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপির অভিযোগ, বিরা,গুমা এই এলাকাগুলিতে ভোট প্রচার সেরে অর্জুন সিং যখন ফিরছেন, তখন দত্তপুকুর সংলগ্ন  শিবালয় এলাকায় মিছিলের উপর হামলা চালায় শাসকদলের কর্মী, সমর্থকরা। মহিলা, পুরুষে নির্বিশেষে সবাইকে মারধর করা হয় বলে অভিযোগ। হামলার জেরে আহত হন ২ জন বিজেপি সমর্থক।

আরও পড়ুন, রাজনীতি 'ছেড়ে দেবেন' অনুব্রত মণ্ডল! জানালেন জনসভায়

এরপরই এই ঘটনায় অর্জুন সিংয়ের নেতৃত্বে দত্তপুকুর থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। হামলার ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, থানা থেকে মাত্র ২০ পা দূরে হামলার ঘটনাটি ঘটে। পুলিসের নাকের ডগায় কীভাবে এধরনের ঘটনা ঘটতে পারে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। 

.