মোদীর পোস্টারের উপর তৃণমূলের পোস্টার! উত্তেজনা দুর্গাপুরে
বাজেটে ছক্কা হাঁকানোর পর শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর দু'টি জনসভা রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: আজ, শনিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শুক্রবার রাতে পোস্টার বিতর্কে সরগরম হয়ে রইল এই শিল্পশহর।
আরও পড়ুন: উদ্বাস্তুদের নাগরিকত্ব-ছবি, জোড়া অস্ত্রে শান দিতে আজ বাংলায় নরেন্দ্র মোদী
বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে প্রধানমন্ত্রীর সভার জন্য দেওয়া পোস্টারগুলি ছিঁড়ে ফেলে তৃণমূল কংগ্রেস। তার পর তার উপর বসিয়ে দেওয়া হয় রাজ্যের শাসক দলের প্রচারের ব্যানার-ফেস্টুবন-পোস্টার।
বিজেপির দাবি, সেই সময় ঘটনাস্থলে পৌঁছে যান দলের স্থানীয় ও রাজ্য নেতৃত্বের বেশ কয়েকজন। তাঁদের তৃণমূল কর্মীদের বচসা বাঁধে। বিজেপির এক স্থানীয় নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুন: জোড়া জনসভার আগে বাংলার জন্য এল মোদীর বিশেষ বার্তা
পরে ঘটনাস্থলে পুলিস যায়। পুলিসকে ঘিরে বিজেপি কর্মীরা বিক্ষোভও দেখায়। গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়।
এদিকে দলের কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যে বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা সংবাদসংস্থা এএনআইকে জানান, মোদীর সভাস্থল থেকে ৫০-৭০ মিটার দূরত্বেই এই ঘটনা ঘটেছে।
Rahul Sinha, BJP: Just 50-70 metres away from the meeting venue of PM Modi in Durgapur, WB CM Mamata Banerjee's posters are being put above PM's banners. This is proof there is no democracy in West Bengal. When one of our workers protested against such activities he was attacked. pic.twitter.com/d21M4o3o4a
— ANI (@ANI) February 1, 2019
Rahul Sinha, BJP: We have lodged a complaint with the police. We believe that PM Modi's meeting will be historic and successful. #WestBengal https://t.co/S1NytUIEfH
— ANI (@ANI) February 1, 2019
প্রসঙ্গত, বাজেটে ছক্কা হাঁকানোর পর শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর দু'টি জনসভা রয়েছে। নয়াদিল্লি থেকে কলকাতা বিমানবন্দর হয়ে প্রধানমন্ত্রী সরাসরি চলে যাবেন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে।
আরও পড়ুন: মিলল না অনুমতি, মাথাভাঙায় দলীয় কর্মীর জমিতেই হবে রাজনাথের সভা
সেখানে জনসভা করার পর প্রধানমন্ত্রী যাবেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। সেখানেও জনসভা করবেন তিনি। দুর্গাপুর থেকে তিনি রেলের দু'টি প্রকল্পের উদ্বোধনও করবেন।
এ নিয়ে শুক্রবার একটি ট্যুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, ''রেলের অন্ডাল-সাঁইথিয়া-পাকুর-মালদা ও খানা-সাঁইথিয়া শাখার বৈদ্যুতিকরণের এবং হিজলি-নারায়ণগড় তৃতীয় লাইন জাতির উদ্দেশ্যে উত্সর্গ করা হবে। এর ফলে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করবে।''
আরও পড়ুন: ''কুছ করো, সিবিআই অফিসারদের ডেকে বলেন মোদী'', মানিককাণ্ডে দাবি মমতার
শনিবার মোদী ছাড়াও রাজ্যে সভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি কোচবিহারের মাথাভাঙা ও জলপাইগুড়ির ফালাকাটায় জনসভা করবেন।