ভারতের বিমানহানায় পশু - পাখি আর গাছ মরেছে, বায়ুসেনার সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন সূর্য

সূর্যবাবু বলেন, 'বরাবরের মতো এক্ষেত্রেও বামেরা যুদ্ধের বিরুদ্ধে। কারণ যুদ্ধে সব থেকে ক্ষতি হয় সাধারণ মানুষের।' 

Updated By: Mar 17, 2019, 09:46 PM IST
ভারতের বিমানহানায় পশু - পাখি আর গাছ মরেছে, বায়ুসেনার সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন সূর্য

ভবানন্দ সিংহ

পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঠিকানায় বায়ুসেনার অভিযানকে এবার প্রশ্নের মুখে দাঁড় করালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রবিবার য়গঞ্জের মার্টেন্ট ক্লাব ময়দানে বামফ্রন্টের নির্বাচনী জনসভায় এই নিয়ে বিজেপিকে বেঁধেন তিনি। বলেন, ভারতের বিমান হামলায় কিছু পশু-পাখি আর গাছ মারা গিয়েছে বলে খবর মিলছে। 

 

রবিবার রায়গঞ্জে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের সমর্থনে প্রচারে গিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সূর্যকান্ত মিশ্র। মঞ্চে সিপিএম নেতারা ছাড়াও হাজির ছিলেন শরিক দলগুলির নেতৃত্ব। হাজির ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি নরেন চট্টোপাধ্যায়। সেখানেই বায়ুসেনার সাফল্যকে প্রশ্নের মুখে দাঁড় করান তিনি। 

এদিন সূর্যকান্ত বলেন, 'ওখানে বোমা বর্ষণ হল আর এখানে বিজেপি সভাপতি বলে দিলেন ২৫০ জন মারা গিয়েছে। বললেন, ওরা ৪০ জনকে মেরেছে। আমরা ২৫০ জনকে মেরেছি। কিন্তু এখন শোনা যাচ্ছে ওখানে কিছু পশু-পাখি মারা গেছে। একজনের গালে চোট লেগেছে আর কিছু গাছ ধ্বংস হয়েছে। আর ওদিকে ৫৬ ইঞ্চির ছাতি বলছে, আমরা করে দিয়েছি।'

সূর্যবাবু বলেন, 'বরাবরের মতো এক্ষেত্রেও বামেরা যুদ্ধের বিরুদ্ধে। কারণ যুদ্ধে সব থেকে ক্ষতি হয় সাধারণ মানুষের।' 

সাদামাঠা জীবন যাপনে গোটা দেশে নজির ছিলেন পর্রীকর, স্কুটারে করে যেতেন বিধানসভা

রাফাল নিয়েও সরব হন সূর্যকান্ত। বলেন, 'ক্ষমতায় এসে মোদী বলেছিলেন মেক ইন ইন্ডিয়া করবেন। বেকার যুবক -যুবতীরা কাজ পাবেন। কিন্তু বিমান তো বাইরে থেকে নিয়ে আসছেন। প্রায় ৪০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। আর ওই বিমান যদি ভেঙে পড়ে তাহলে দায় কার?' সূর্যর অভিযোগ, 'বিজেপি নিহত জওয়ানদের ছবি দেখ ভোট চাইছে। তাই দেশদ্রোহী যদি কাউকে বলতে হয় তাহলে মোদী সরকারকে বলা উচিত।'

 

.