Weather: জগদ্ধাত্রী পুজোর নবমী ভাসাবে বৃষ্টি? হাওয়া বদল কবে?
নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারা পতন। শীতের আমেজ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকে।
অয়ন ঘোষাল: কাল রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা। ওইদিন পার্বত্য দুই জেলা এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। নভেম্বরের মাঝামাঝি হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজ আসবে। বইবে উত্তুর হাওয়া।
সিস্টেম
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলংকা ও তামিলনাডু উপকূলের অভিমুখ। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত।
দক্ষিণবঙ্গে
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রবিবার ও সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারা পতন। পশ্চিমের জেলায় পারা প্রথম একটু বেশি। শীতের আমেজ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকে।
উত্তরবঙ্গ
দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। রবিবার থেকে পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে। মূলত শুষ্ক আবহাওয়া। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম। তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে।
কলকাতা
নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তন। শীতের আমেজ শুরু হবে পূর্বাভাস আবহাওয়া দফতরের। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনাও নেই।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৪ শতাংশ।
ভিন রাজ্যে
ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকাল রাজ্যে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনাও থাকবে তামিলনাড়ু পন্ডিচেরি ও করাই কালে।
আরও পড়ুন, Train Accident: সাতসকালে ট্রেন দুর্ঘটনা! হাওড়ায় লাইনচ্যুত পর পর তিন কামরা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)