বড়সড় অগ্নিকাণ্ড! পুড়ে গেল ছটি কারখানা

পরে দমকলকে খবর দেওয়া হয়। তৎক্ষণে দেরি হয়ে গিয়েছিল।

Updated By: Nov 9, 2020, 08:48 AM IST
 বড়সড় অগ্নিকাণ্ড! পুড়ে গেল ছটি কারখানা

নিজস্ব প্রতিবেদন: বড়সড় অগ্নিকাণ্ড! আগুন লেগে ভষ্মিভূত ছটি কারখানা। সোমবার ভোরে ঘটনাটি ঘটে ডোমজুড়ের ভাসকুর বেলতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ডোমজুড়ের ওই কারখানাগুলিতে ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কারখানাগুলিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে ছটি কারখানা।

প্রথমে পাইপ তৈরির কারখানা থেকে আগুন ছড়ায়। সেখানে রাতেও কাজ হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা প্রথমে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আয়ত্তে আসেনি। পরে দমকলকে খবর দেওয়া হয়। তৎক্ষণে দেরি হয়ে গিয়েছিল। একে একে ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন পৌঁছায়। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে।  ওই ছটি কারখানার মধ্যে রয়েছে প্লাস্টিক, জামাকাপড়, চানাচুর এবং পাইপ তৈরির কারখানা।

দমকলের প্রাথমিক তদন্তে অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের কারখানাগুলোতে।

.