জয় শ্রী রাম বলায় বারুইপুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।

Updated By: Oct 10, 2019, 07:15 PM IST
জয় শ্রী রাম বলায় বারুইপুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী

নিজস্ব প্রতিবেদন : 'জয় শ্রী রাম' বলায় এক বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ উঠল শাসকদল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। নিহতের নাম রামপ্রসাদ মণ্ডল। বয়স ৩৮ বছর।

জানা গিয়েছে, বারুইপুরের জয়তলা এলাকায় এদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। বিজেপি কর্মী রামপ্রসাদ মণ্ডলের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলি লাগে রামপ্রসাদ মণ্ডলের ডান পায়ে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।

আরও পড়ুন, অষ্টমীতে প্রথম দেখা, ৪ ঘণ্টার মধ্যেই দুর্গামণ্ডপে বিয়ে সারল শ্রীরামপুরের যুগল!

অভিযুক্তের তালিকায় নাম রয়েছে সত্যেন্দ্র সর্দার, সন্ন্যাসী নস্কর, মনোরঞ্জন সর্দার, তপন নস্কর, পবিত্র নস্করের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উল্লেখ্য, 'জয় শ্রী রাম' বলায় এর আগেও বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগে সরব হয়েছে বিজেপি।

.