Lucknow: থাইল্যান্ডের হোটেলরুমে বাথটবে নিথর যুবতী! স্বামী আশিসের সঙ্গে ঘুরতে গিয়ে...
Lucknow: স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনক মৃত্যু স্ত্রী। নিহতের বাবার অভিযোগ, জামাই ওষুধ খাইয়ে খুন করেছে মেয়েকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামীর সঙ্গে থাইল্যান্ড গিয়েছিলেন ঘুরতে। সেখানে মর্মান্তিক পরিণতি স্ত্রীর। প্রিয়াঙ্কা শর্মা, লখনউয়ের বৃন্দাবন স্কিমের অ্যালডিকো সৌভাগ্যমের বাসিন্দা। প্রিয়াঙ্কা তাঁর ডাক্তার স্বামী আশিস শ্রীবাস্তব ও ছেলে প্রিয়াংশকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন। সেখানের হোটেলরুমের বাথটব থেকে প্রিয়াঙ্কার নিথর দেহ উদ্ধার হয়। মৃত্যুর খবর পাওয়ার পর প্রিয়াঙ্কার বাবা সত্যনারায়ণ শর্মা তাঁর জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে। লখনউয়ের পিজিআই থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
প্রিয়াঙ্কার বাবার অভিযোগ, জামাই তার পেশার সুযোগ নিয়ে মেয়েকে বিষাক্ত ওষুধ খাইয়ে খুন করেছে। ইতোমধ্য়েই পুলিস প্রিয়াঙ্কার মৃতদেহ দেশে আসার অপেক্ষায় রয়েছে। যাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়। প্রিয়াঙ্কার বাবা আরও জানিয়েছে, ২০১৭ সালে তাঁর মেয়ে প্রেম করে বিয়ে করে আশিসকে। বিয়ের পর থেকেই আশিষ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। শুধু তাই নয়, আশিসের অন্য মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। যা নিয়ে প্রিয়াঙ্কা বিরোধিতা করতে গেলে তাদের মধ্যে তুমুল ঝগড়া লেগে যেত। তাই প্রিয়াঙ্কাকে মানসিক নির্যাতন করত আশিস, এই অভিযোগ তোলেন নিহত মহিলার বাবা।
আরও পড়ুন:Nagpur: ১৫ বছর ধরে ৫০-এর বেশি মেয়ের শরীরে লালসার আঁচড়! বর্বর মনোবিদকে...
উল্লেখ্য, প্রিয়াঙ্কা পাটনা এইমসের অ্যাকাউন্টস বিভাগে পদে ছিলেন। অন্যদিকে তাঁর স্বামী আশিস ওরাই মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তার। ২০১৭ সালে বিয়ের পর ২০২১-এ তাদের ছেলের জন্ম হয়। নিহতের বাবা জানান, চলতি বছরের ৮ জানুয়ারি আশিস সকালে তাঁকে ফোন করে। এবং জানায় যে, বাথটবে ডুবে প্রিয়াঙ্কার মৃত্যু হয়েছে। আশিস তাঁর মেয়ের দেহ নিয়ে দেশে ফিরবে।
বাবার অভিযোগ, তাঁর মেয়ে গত ৭ জানুয়ারি তাঁকে ফোন করে। এবং জানায় যে, আশিস তাকে কিছু খাওয়ায় যার কারণে সে অজ্ঞান ছিল। এরপর মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের অভিযোগ, ওষুধ খাইয়ে খুন করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)