মালবাজারে পঞ্চায়েতগুলির হাতে স্প্রে মেশিন-মাস্ক-স্যানিটাইজার তুলে দিলেন মন্ত্রী বুলু চিকবরাইক
মন্ত্রী বলেন, বর্তমানের এই সংকটকালে আমাদের সবার প্রথম কাজ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার মালবাজারে, ব্লক প্রশাসন ও পঞ্চায়েতগুলির হাতে করোনা সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন সামগ্রী তুলে দিলেন রাজ্যের অনগ্রসর উন্নয়ন ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক।
আরও পড়ুন-Rainfall: মে মাসের বৃষ্টিপাতে ১২০ বছরে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড, জানাল IMD
এদিন মাল(Maal) মহকুমা শাসকের দফতরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্ত্রী বুলু চিকবরাইক মাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে স্প্রে মেশিন, স্যানেটাইজার, মাক্স সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল মহকুমা শাসক শান্তুনু বালা, মালের বিডিও শুভজিত দাসগুপ্ত সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা।
আরও পড়ুন-Covid Update: ২৪ ঘণ্টায় Corona আক্রান্ত ৯১ হাজার ৭০২, মৃত ৩ হাজার ৪০৩
ওইসব সামগ্রী তুলে দিয়ে মন্ত্রী বলেন, বর্তমানের এই সংকটকালে আমাদের সবার প্রথম কাজ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা। এই কাজ করতে প্রতিটি এলাকা স্যানেটাইজড করা জরুরি। পাশাপাশি স্বাস্থ্যবিধি সবার মেনে চলা উচিত। এজন্য গ্রাম পঞ্চায়েত গুলি ও ব্লক প্রশাসনের হাতে স্যানিটাইজড করার স্প্রে মেশিন সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হলো। প্রয়োজন হলে ভবিষ্যতে এভাবে আরও দেওয়া হবে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)