রাজ্যে প্রবেশ নিষিদ্ধের দাবিতে ভারতীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

আগামিকাল-ই আবেদনের শুনানি হতে পারে।

Updated By: Apr 4, 2019, 06:52 PM IST
রাজ্যে প্রবেশ নিষিদ্ধের দাবিতে ভারতীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

নিজস্ব প্রতিবেদন : ভারতী ঘোষের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে ভারতী ঘোষের প্রবেশ নিষিদ্ধ করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে রাজ্য সরকার।

আগামিকাল-ই আবেদনের শুনানি হতে পারে। সূত্রের খবর, রাজ্যের তরফে সুপ্রিম কোর্ট অভিযোগ করা হয়েছে, ভারতীয় ঘোষ বাংলায় অশান্তি তৈরির চেষ্টা করছেন। আর তাই বাংলায় ভারতী ঘোষের প্রবেশ নিষিদ্ধ করা হোক। ভোটের আগে প্রচারের জন্য ভারতী ঘোষ যাতে ঘাটালে যেতে না পারেন, সে কারণেই এই আবেদন।

আরও পড়ুন, 'তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ‍্যাঠামশাই', মোদীকে নজিরবিহীন আক্রমণে মমতা

ঘাটাল থেকে প্রাক্তন আইপিএস তথা একসময়ের পশ্চিম মেদিনীপুর জেলার দাপুটে পুলিস সুপার ভারতী ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। একসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মা' বলে সম্বোধন করা ভারতী ঘোষ এখন বিজেপি শিবিরে। প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। রাজ্য সরকারের আশঙ্কা, ভারতী ঘোষ ঘাটাল গিয়ে মামলার তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। আর তাই ভারতী ঘোষের ঘাটাল যাওয়া আটকাতে তত্পর সরকার।

.