Bengal election 2021: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, থাকতে পারবেন না সপ্তম দফায়

এই সংবাদ দেওয়ার মাঝেও বিজেপি প্রার্থী বাবু সুপ্রিয় জানিয়েছেন, তৃণমূলের গুন্ডাবাজি করবে বলে প্রস্তুত। তারা ২৬ তারিখের ভোট শান্তিতে হতে দেবে না। এই সময় আমার সেখানে থাকা দরকার ছিল। 

Updated By: Apr 25, 2021, 01:25 PM IST
Bengal election 2021: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, থাকতে পারবেন না সপ্তম দফায়

নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়। টুইট করে জানিয়েছেন, স্ত্রী এবং তিনি দুজনেই করোনায় আক্রান্ত। এই নিয়ে দু-বার করে করোনায় আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়। 

তিনি টুইট করে জানাচ্ছেন, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি  ২৬ তারিখ নির্বাচনের দিন উপস্থিত থাকতে পারব না। এই সংবাদ দেওয়ার মাঝেও বিজেপি প্রার্থী বাবু সুপ্রিয় জানিয়েছেন, তৃণমূলের গুন্ডাবাজি করবে বলে প্রস্তুত। তারা ২৬ তারিখের ভোট শান্তিতে হতে দেবে না। এই সময় আমার সেখানে থাকা দরকার ছিল। 

 

কৈলাশ বিজয় বর্গীয়, শিব প্রকাশ, দিলীপ ঘোষ, ও অমিত মালভিয়াকে ট্যাগ করে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, '২০১৪ সাল থেকে আমি তৃণমূল সন্ত্রাসদের পরিচালনা করেছি ভালভাবে। ৯টি আসনই নিশ্চিত করতে পারবেন প্রার্থীরা।'

.