নিজস্ব প্রতিবেদন: বাড়িভাড়ার রসিদ নিয়ে বিবাদ, স্ত্রীর গলায় বঁটির কোপ বসিয়ে দিল স্বামী। সোমবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের আমবাগান এলাকায়।

আরও পড়ুন-শিবসেনা-এনসিপি জোট নিয়ে কথাই হয়নি, সোনিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাফ জানালেন পাওয়ার

আমবাগান এলাকাতেই একটি বাড়িতে ভাড়া থাকতেন জুলেখা বিবি ও তার স্বামী আকবর আলি। দুমাস আগে ওই বাড়ি ভাড়া নেন তারা। সমস্যার শুরু বাড়িভাড়ার রসিদ নিয়ে। প্রতিবেশীদের অভিযোগ, ওই রসিদে কার নাম থাকবে তা নিয়ে গত তিনদিন ধরে দুজনের মধ্যে ঝগড়া চলছিল।

সোমবার রাতে এলাকায় একটি জলসা চলছিল। সেসময় এনিয়ে ফের ঝগড়া শুরু হয় দুজনের মধ্যে। অভিযোগ, সেই সময়েই বাঁটি নিয়ে স্ত্রীর ওপরে চড়াও হয় আকবর। বঁটির কোপ বসিয়ে দেয় জুলেখার গলায়। এরপর শ্বাশুড়ি ও শ্যালিকাকে ফোন করে জুলেখাকে নিয়ে যেতে বলে।

আরও পড়ুন-রাজ্যজুড়ে নামবে তাপমাত্রা, শীতের আমেজ বাড়বে এ সপ্তাহেই

এদিন রাত দশটা নাগাদ আকবরের বাড়িতে আসেন জুলেখার বাড়িতে আসেন তারা। এসে দেখেন ঘর বন্ধ। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে  ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে দেখেন মেঝেতে পড়ে রয়েছে জুলেখার রক্তাক্ত দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আকবর পালাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে ওই বঁটিটি।

English Title: 
Baruipur housewife murdered by husband over dispute on house rent
News Source: 
Home Title: 

বাড়িভাড়ার রসিদ হবে কার নামে, বচসার জেরে স্ত্রীর গলায় বঁটির কোপ বসিয়ে দিল স্বামী

বাড়িভাড়ার রসিদ হবে কার নামে, বচসার জেরে স্ত্রীর গলায় বঁটির কোপ বসিয়ে দিল স্বামী
Yes
Is Blog?: 
No
Section: