বারবার জ্ঞান হারাচ্ছেন বড়মা, উদ্বেগে মতুয়ারা

এসএসকেএম সূত্রে খবর, পরিস্থিতি বুঝে তাঁকে ভেন্টিলেশনে রাখা হতে পারে। সব ব্যবস্থা করা রয়েছে।

Updated By: Mar 4, 2019, 06:22 PM IST
বারবার জ্ঞান হারাচ্ছেন বড়মা, উদ্বেগে মতুয়ারা

নিজস্ব প্রতিবেদন: বড়মা বীণাপানি দেবীর শারীরিক অবস্থা সঙ্কটজনক।  এসএসকেএম সূত্রে খবর, পরিস্থিতি বুঝে তাঁকে ভেন্টিলেশনে রাখা হতে পারে। সব ব্যবস্থা করা রয়েছে।

 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বড়মার ব্লাড প্রেসার ওঠা-নামা করছে।  তাঁর শরীরে সোডিয়াম, পটাসিয়াম কমে গিয়েছে। এর ফলে মাঝেমধ্যে সংজ্ঞা হারাচ্ছেন তিনি। ফুসফুসে সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছেন চিকিত্সকরা।   অক্সিজেনের মাত্রাও বাড়ানো হয়েছে।  বড়মা অবস্থাবিপন্মুক্ত নন বলে জানিয়েছেন চিকিত্সকরা।

আরও পড়ুন, "মা-মেয়ের সম্পর্ক বড়মা-মুখ্যমন্ত্রীর", ঠাকুরনগরের সভা থেকে সদর্পে দাবি ফিরহাদের

বেশ কিছুদিন ধরেই অসুস্থ বড়মা বীণাপাণি দেবী। বুকে সংক্রমণ ধরা পড়েছে। নিউমোনিয়ায় ভুগছেন তিনি। বৃহস্পতিবার বিকালে বড়মাকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার হাসপাতাল সূত্রে জানা যায়, বীণাপাণি দেবীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে। এরপরই এদিন কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল থেকে কলকাতায় এসএসকেএম-এ বড়মাকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন, "বড়মার সঙ্গে দেখা করে গর্ব অনুভব করছি", প্রণাম জানিয়ে বাংলায় বললেন মোদী

চিকিতসকরা জানিয়েছেন, বয়সজনিত বিভিন্ন সমস্য রয়েছে। বড়মা বীণাপাণি দেবীর শারীরিক অসুস্থতার খবর  ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। এদিকে, মতুয়া সম্প্রদায়ের বড়মাকে সাম্মানিক ডিলিট দেবে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়।

 

.