ফোনে অর্ডার করলেই দেশি-বিদেশি মদের হোম ডেলিভারি, পুলিসের জালে ৪
বাড়িতে মজুত করে রাখা হয়েছিল মদের বোতল। ফোনে যোগাযোগ করে ওইসব মদ হোম ডেলিভারি করা হতো।
নিজস্ব প্রতিবেদন: লকডাউন পরিস্থিতিতে বন্ধ মদের দোকান। তবে তার পরেও রয়েছে রাস্তা। অনলাইনে পেমেন্ট করে অর্ডার করলেই বাড়িতে পৌঁছে যাচ্ছিল দেশি-বিদেশি মদ। কিন্তু শেষরক্ষা হল না। পূর্ব বর্ধমান পুলিসের হাতে গ্রেফতার ৪ যুবক।
আরও পড়ুন-৩-৪ দিন ববি কাজটা করতে পারল না, ডেডবডি জমেছে কিনা আমায় খবর নিতে হবে: Mamata
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে মেমারির(Memari) দুটি বাড়ি ও হোটেলে হানা দেয় মেমারি থানার পুলিস। উদ্ধার হয় প্রচুর দেশি, বিদেশি মদ। মদের কালোবাজারি ও অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ গ্রেফতার করা হয় ৪ যুবককে। আটক করা হয়েছে একটি স্কুটি। ধৃতরা হল সন্তোষ দত্ত, অভিজিত্ দে, বিমল মণ্ডল ও স্নেহাদ্রী বাঙাল। প্রধম দুজনের বাড়ি মেমারি শহরে। বিমলের বাড়ি চন্দননগরে। আর স্নেহাদ্রীর বাড়ি জামালপুরের(Jamalpur) আঝাপুর এলাকায়।
আরও পড়ুন-ভেঙে পড়েছে ইভলিউশন থিয়োরির স্মৃতি বিজড়িত Darwin's Arch
পুলিস সূত্রে খবর, বাড়িতে মজুত করে রাখা হয়েছিল মদের বোতল। ফোনে যোগাযোগ করে ওইসব মদ হোম ডেলিভারি করা হতো। এসডিপিও দক্ষিণ(দক্ষিণ) আমিনুল ইসলাম খান বলেন, ধৃত চারজনই আলাদাভাবে মদের কারবার করছিল।