চায়ে চুমুক দিতেই উঠল গো ব্যাক স্লোগান, মুড়াগাছায় বিক্ষোভের মুখে বাবুল

একঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। বিক্ষোভের জেরে যানজট তৈরি হয় এক্সপ্রেসওয়েতে।

Updated By: Jan 25, 2018, 02:16 PM IST
চায়ে চুমুক দিতেই উঠল গো ব্যাক স্লোগান, মুড়াগাছায় বিক্ষোভের মুখে বাবুল

নিজস্ব প্রতিবেদন : আচমকাই তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে ধরে দেওয়া হল 'গো ব্যাক' স্লোগানও। ঘটনাটি ঘটেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর মুড়াগাছাতে।

এদিন সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নোয়াপাড়া যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। সেইসময় মুড়াগাছাতে চা খেতে গাড়ি থেকে নামেন কেন্দ্রীয় মন্ত্রী। অভিযোগ, বাবুল চা খাওয়ার সময়ই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থক। বাবুলকে সেখান থেকে চলে যেতে বলেন তাঁরা। বাবুল এর প্রতিবাদ করতেই দু'পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়।

আরও পড়ুন, জাতীয় সড়কে চাঁদার জুলুমবাজির প্রতিবাদে রুদ্রমূর্তি রূপার, দেখুন

পরে পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। প্রায় একঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। বিক্ষোভের জেরে যানজট তৈরি হয় এক্সপ্রেসওয়েতে। 

আরও পড়ুন, বিরোধীদের উদ্দেশে 'হুমকি' দিয়ে স্বমহিমায় অনুব্রত মণ্ডল

.