ক্যানসেল বোতামে আঠা! এটিএম লুঠের অভিনব চেষ্টায় তাজ্জব পুলিস

এই ঘটনায় উত্তর ২৪ পরগনার বাগদা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Mar 24, 2018, 12:43 PM IST
ক্যানসেল বোতামে আঠা! এটিএম লুঠের অভিনব চেষ্টায় তাজ্জব পুলিস

নিজস্ব প্রতিবেদন : অভিনব এটিএম লুঠের চেষ্টা। শুক্রবার উত্তর ২৪ পরগনার বাগদায় একটি এটিএম থেকে টাকা লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা। যদিও দুষ্কৃতীদের সেই চেষ্টা সফল হয়নি। তবে, যেভাবে দুষ্কৃতীরা এটিএম লুঠের চেষ্টা করেছে, তা দেখে তাজ্জব পুলিস।

কীভাবে এটিএম লুঠের ছক কষেছিল দুষ্কৃতীরা?

শুক্রবার ৩ জন দুষ্কৃতী হামলা চালায় ইউনাইডেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমটিতে। এটিএম মেশিনের ক্যানসেল বোতামে আঠা লাগিয়ে দেয় তারা। আঠা লাগানোর ফলে অকেজো হয়ে যায় ক্যানসেল বোতামটি। যদিও এতকিছু করেও শেষরক্ষা হয়নি। হাতেনাতে ধরা পড়ে যায় ৩ জন। ভেস্তে যায় পুরো পরিকল্পনা-ই।

আরও পড়ুন, 'নকল' ১০০ টাকার নোট! বেরল এটিএম থেকে

অভিযুক্তদের আটক করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তার খোঁজ চালাচ্ছে পুলিস। আরও পড়ুন, গ্রাহকের অজান্তেই খুলল নতুন অ্যাকাউন্ট, চলল লাখ টাকার লেনদেন!

.