তৃণমূলকে আদালতের ভর্ৎসনার পর ফিরহাদকে 'মুর্খ মন্ত্রী' বলে আক্রমণ অর্জুনের

এদিন অর্জুন বলেন, 'পশ্চিমবঙ্গে আইনের শাসন শেষ হয়ে গেছে। হাইকোর্ট আজ যে ভাবে শাসকদলকে ভর্ৎসনা করেছে তাতে রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত।'

Updated By: Jul 19, 2019, 08:30 PM IST
তৃণমূলকে আদালতের ভর্ৎসনার পর ফিরহাদকে 'মুর্খ মন্ত্রী' বলে আক্রমণ অর্জুনের

নিজস্ব প্রতিবেদন: বনগাঁ ও হালিসহর পুরসভা নিয়ে শাসকদলকে আদালতের চরম ভর্ৎসনার পর মুখ খুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার এনিয়ে সরাসরি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করেন তিনি। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিজেপি সাংসদের শব্দচয়ন নিয়েও আপত্তি করছেন অনেকে। 

 

এদিন অর্জুন বলেন, 'পশ্চিমবঙ্গে আইনের শাসন শেষ হয়ে গেছে। হাইকোর্ট আজ যে ভাবে শাসকদলকে ভর্ৎসনা করেছে তাতে রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত।' এর পরই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্দেশে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, 'পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে একজন মুর্খ মন্ত্রী এসেছেন। ও যতদিন থাকবে বাংলার কিছু হবে না।' 

“চেয়ার আঁকড়ে আছেন কেন? আপনি কেন এত নির্লজ্জ?”, বনগাঁর চেয়ারম্যানকে চরম ভর্ৎসনা হাইকোর্টের

শুক্রবার বনগাঁ ও হালিসহর পুরসভার অনাস্থা আলাদা ২টি মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র তিরস্কারের মুখে পড়তে হয় শাসক তৃণমূলকে। বনগাঁ মামলায় চেয়ারম্যান শংকর আঢ্যকে ভর্ৎসনা করে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, 'সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু চেয়ার আঁকড়ে আছেন। আপনার লজ্জা নেই?' বনগাঁয় যাঁরা অনাস্থা এনেছিল, ভোটাভুটিতে তারাই অংশগ্রহণ করতে পারেনি বলে উল্লেখ করেন বিচারপতি। বলেন, একজিকিউটিভ অফিসারের রিপোর্ট বেদবাক্য না কি? 

.