ভাঙড়ে ঢুকে দিলীপবাবুর মানুষকে উত্ত্যক্ত করার প্রয়োজন ছিল না: আরাবুল ইসলাম

"কঠিন পরিস্থিতির মধ্যে দিলীপবাবু ভাঙড়ে ঢুকে সাধারণ মানুষকে উত্ত্যক্ত করার কোনও দরকার ছিল না।" নিউটাউনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া তৃণমূলনেতা আরাবুল ইসলামের।

Updated By: Jul 1, 2020, 12:00 PM IST
ভাঙড়ে ঢুকে দিলীপবাবুর মানুষকে উত্ত্যক্ত করার প্রয়োজন ছিল না: আরাবুল ইসলাম
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: "কঠিন পরিস্থিতির মধ্যে দিলীপবাবু ভাঙড়ে ঢুকে সাধারণ মানুষকে উত্ত্যক্ত করার কোনও দরকার ছিল না।" নিউটাউনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া তৃণমূলনেতা আরাবুল ইসলামের।
 তবে এটাও বলেছেন, " ভাঙড়ে  আজ যে ঘটনা হয়েছে সেটা না হলে হতো।  ভাঙরে ইতিমধ্যে ৩২ জন করোনায়  আক্রান্ত। সেই মুহূর্তে যখন সাধারণ মানুষ  মুখে মাক্স এবং দূরত্ব বজায় করে কঠিন সময়ে লড়ছেন,  তখনই দিলীপবাবু ভাঙরে ঢুকে সাধারণ মানুষকে উত্তপ্ত করছেন। যার ফলে মানুষ সেই জবাবটা দিয়েছে।"

প্রসঙ্গত, অনান্যদিনের মতো বুধবার সকালেও মর্নিংওয়াকে বের হন দিলীপ ঘোষ। সেসময় ভাঙরের পাশ্ববর্তী এলাকায় তাঁর গাড়ির ওপর হামলা চালায় কয়েকজন। তাঁর ও তাঁর নিরাপত্তারক্ষীর গাড়ির কাঁচ ভেঙে যায়। ধাক্কাধাক্কাতি সামান্য চোট পান দিলীপ ঘোষ।

আরও পড়ুন: নিউটাউনে আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
এদিন ভাঙর এলাকারই এক কর্মীর বাড়িতে চায়ের নিমন্ত্রণ ছিল তাঁর, সেখানে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে।

.