বিরোধীদের উদ্দেশে 'হুমকি' দিয়ে স্বমহিমায় অনুব্রত মণ্ডল

ফের স্বমহিমায় 'কেষ্টদা'। বিরোধীদের উদ্দেশে এবার অনুব্রত মণ্ডলের সাফ 'হুমকি', আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনও বিরোধীকেই মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হবে না।

Updated By: Jan 24, 2018, 07:40 PM IST
বিরোধীদের উদ্দেশে 'হুমকি' দিয়ে স্বমহিমায় অনুব্রত মণ্ডল

নিজস্ব প্রতিবেদন : ফের স্বমহিমায় 'কেষ্টদা'। বিরোধীদের উদ্দেশে এবার অনুব্রত মণ্ডলের সাফ 'হুমকি', আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনও বিরোধীকেই মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হবে না।

আজ বোলপুরে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেস জেলা কমিটির বৈঠক। সেখানেই বক্তব্য রাখেন অনুব্রত মণ্ডল। সেই বৈঠক থেকেই বিরোধীদের উদ্দেশে স্পষ্ট 'হুমকি' দেন তিনি। তিনি বলেন, "আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলি মনোনয়ন পত্র জমা দিতে পারবে না।" এখানেই না থেমে তৃণমূলের অঞ্চল সভাপতিদের বিরোধীদের মনোনয়ন জমা দেওয়া আটকাতেও বলেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন, জাতীয় সড়কে চাঁদার জুলুমবাজির প্রতিবাদে রুদ্রমূর্তি রূপার, , দেখুন

একইসঙ্গে ২০১৯-এ দিল্লি থেকে বিজেপিকে হঠানোর ডাক দেন কেষ্টদা। পাশাপাশি বলেন, ভোটে প্রার্থী নির্বাচনে শেষ কথা বলবে দলই। ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বিধায়করা মিলেই সিদ্ধান্ত নিয়ে এই প্রার্থী তালিকা তৈরি করবেন।

.