Jhalda Councilor Murder: ভাইপোকে অভিযোগ প্রত্যাহারে চাপ আইসির? ভাইরাল অডিয়ো ক্লিপ

অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।

Updated By: Mar 19, 2022, 08:08 PM IST
Jhalda Councilor Murder: ভাইপোকে অভিযোগ প্রত্যাহারে চাপ আইসির? ভাইরাল অডিয়ো ক্লিপ

নিজস্ব প্রতিবেদন: ঝালদাকাণ্ডে (Jhalda Councilor Murder) তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মুছে ফেলতে কি মরিয়া আইসি? নিহত কাউন্সিলরের পরিবারের উপর কি চাপ তৈরি করছেন তিনি? ফের ভাইরাল অডিও ক্লিপ (Viral Audio Clip)। যদিও এর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।

এর আগে, ঝালদাকাণ্ডে আইসির বিরুদ্ধে পুলিস সুপারকে চিঠি দেন নিহত কাউন্সিলরের স্ত্রী। তাঁর অভিযোগ, ঘোষণার পর থেকে নাকি তপন কান্দুকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য দিচ্ছিলেন আইসি! এমনকী, এই অভিযোগের স্বপক্ষের একটি অডিয়ো ক্লিপও প্রকাশ করেন নিহত কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দু। এবার ভাইরাল হল আরও একটি অডিয়ো ক্লিপ। 

আরও পড়ুন: Panihati: সুযোগের অপেক্ষায় ছিল আততায়ী! জেল থেকে বেরোতেই 'পিটিয়ে খুন' যুবককে

অভিযোগ, নিহতের ভাইপোকে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিতে বলেছেন ঝালদা থানার আইসি। ওই অডিয়ো ক্লিপে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, 'তোরে একটা বলছি, আমার কাছে কমপ্লেন দিচ্ছিস আমার এগনস্টে। এটা কি হয়, আমাকে তো কেসটা করতে হবে। আমি জামিনবাবুকে দিয়ে লিখিয়ে নিচ্ছি, তুই তোর কাকিমা দিয়ে সেরকম বলে টিপ ছাপ দিয়ে দে। যদি ওনার সই করতে অসুবিধা হয়। ওটা দিয়ে এলটিআই বলে লিখিয়ে নেব'। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।

স্রেফ নিহতের ভাইপোকে গ্রেফতার নয়, ঝালদাকাণ্ডে সন্দেহভাজন আততায়ী স্কেচও প্রকাশ করেছে সিট।  অভিযুক্তকে ধরে দিতে পারলে মিলবে পুরস্কার। তদন্তে উঠে এসেছে বেটিং-তত্ত্বও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.