Asansol: শহরে প্রোমোটাররাজ! পুরসভার ইঞ্জিনিয়ারের বাড়িতে 'হামলা', 'মারধর'

চাঞ্চল্য আসানসোলে। 'ঘটনাটি নিন্দনীয়। পুলিসকে পদক্ষেপ নিতে বলেছিল', বললেন মেয়র। 

Updated By: Dec 5, 2023, 07:09 PM IST
Asansol: শহরে প্রোমোটাররাজ! পুরসভার ইঞ্জিনিয়ারের বাড়িতে 'হামলা', 'মারধর'

বাসুদেব চট্টোপাধ্যায়: আসানসোলে প্রোমোটাররাজ! 'হামলা'র মুখে পড়লেন খোদ পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। রাজনৈতিক তরজা তুঙ্গে।

আরও পড়ুন:  Chandannagar Death: সন্দেহ লোহাচোর, বাকবিতন্ডা শুরু হতেই ভয়ংকর কাণ্ড করল যুবক

পুলিস সূত্রে খবর, আক্রান্ত ইঞ্জিনিয়ারের নাম অভিজিৎ অধিকারী। অভিযোগ, তখন বাইরে ছিলেনতিনি। গতকাল, সোমবার রাতে সদলবলে বাড়িতে চড়াও হন আশিষ প্যাটেল নামে এক প্রোমোটার। খবর পেয়ে বাড়িতে ফেরেন অভিজিৎ। প্রতিবাদ করলে নাকি মারধর করা হয় ওই ইঞ্জিনিয়ারকে!  অভিযোগ দায়ের করা হয়েছে হীরাপুর থানায়।

এদিকে এই ঘটনা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে নিশানা করেছেন পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। তাঁর প্রশ্ন, 'যে মেয়র পুরসভার একজন আধিকারিককে নিরাপত্তা দিতে পারেননি, তিনি সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেবেন'?  মেয়রের বক্তব্য, 'ঘটনাটি নিন্দনীয়। পুলিসকে পদক্ষেপ নিতে বলেছিল'।

দোষীদের গ্রেফতারের দাবি করেছেন  তৃণমূলের রাজ্য সম্পাদক শিবদাসন দাশু। তিনি বলেন, 'ইঞ্জিনিয়ারের বাড়িতে হামলা খুবই লজ্জাজনক ঘটনা। তীব্র নিন্দা করছি। যদি ওই প্রোমোটারের পিছনে কোনও নেতা থাকে এবং সে পুরনিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকও হন, তাহলেও যে ব্যবস্থা নেওয়া হয়, পুলিসকে সেকথা জানিয়েছি'। অভিযুক্ত প্রোমোটারের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:  Malbazar: এবার বাছুর মেরে খেল চিতাবাঘ! ভয়ে বাড়ি থেকেই বেরোচ্ছেন না এলাকাবাসী...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.