সোনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা, কংগ্রেসকে থ্রিজি বলে কটাক্ষ অমিত শাহর

বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ''এখন প্রিয়ঙ্কাজি এসেছেন। ২জি থেকে ৩জি হয়েছে।''

Updated By: Jan 29, 2019, 05:18 PM IST
সোনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা, কংগ্রেসকে থ্রিজি বলে কটাক্ষ অমিত শাহর

নিজস্ব প্রতিবেদন: প্রিয়ঙ্কা গান্ধীর সক্রিয় রাজনীতিতে প্রবেশ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার তিনি হাজির হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সেখানে দলের গণতন্ত্র বাঁচাও সভায় অংশ নিয়ে প্রিয়ঙ্কা গান্ধীর উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি।

আরও পড়ুন: লোকসভা ভোটের ফলের দিনই মমতাদিদির সরকার খাল্লাস: অমিত

আর এর জন্য তিনি টেনে এনেছেন ইউপিএ আমলের ২জি দুর্নীতির প্রসঙ্গ। কটাক্ষ করে বলেছেন, ''ইউপিএ আমলে মনমোহন-সনিয়ার সরকার ছিল। তখন ২জি ছিল। রাহুলজি-সোনিয়াজি।''

অমিত শাহর অভিযোগ, সেই ২জি-সহ একাধিক দুর্নীতি হয়েছিল। যার মোট পরিমাণ প্রায় ১২ লক্ষ কোটি টাকা।

এর পরই বিজেপির সর্বভারতীয় সভাপতি প্রিয়ঙ্কা গান্ধীকে নিয়ে তীর্যক মন্তব্য করেন। বলেন, ''এখন প্রিয়ঙ্কাজি এসেছেন। ২জি থেকে ৩জি হয়েছে।'' জনতার উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ''তাহলে বলুন এবার কত লক্ষ কোটি টাকার দুর্নীতি হবে?''

আরও পড়ুন: বসন্তে মৌসমের বদল, কংগ্রেস থেকে তৃণমূলে এলেন উত্তর মালদার সাংসদ

একই সঙ্গে কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়েও অভিযোগ তুলেছেন। তৃণমূলের বিরুদ্ধের তিনিও পরিবার তন্ত্রের অভিযোগ করেছেন। অমিত শাহর মতে, পরিবারতন্ত্র কখনও দেশের ভালো করতে পারে না।

.